shono
Advertisement

অবিশ্বাস্য সুযোগ! এই দেশে গেলেই পেয়ে যাবেন ‘থোক’ ৭১ লক্ষ টাকা

ধনী হতে চান? তাহলে এই সুবর্ণ সুযোগ আপনাদের জন্যই।
Posted: 06:33 PM Jun 19, 2023Updated: 06:33 PM Jun 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনী হতে চান? বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখেন? কিংবা অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করেন? তাহলে এই সুবর্ণ সুযোগ আপনাদের জন্যই। সে দেশে গেলেই মোটা হবে আপনার মানিব্যাগ!

Advertisement

নিজের দেশ স্বজন ছেড়ে অন্যত্র গিয়ে সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো অত সহজ নয়, ঠিকই। মাঝেমধ্যে সুখের জীবনযাপনকে চ্যালেঞ্জিং বলেও মনে হতে পারে। কিন্তু আমরা যদি এরকম কোনও দেশের সন্ধান দিই আপনাদের, যে দেশে যাওয়া মাত্রই ৭১ লক্ষ টাকা পাবেন, তাহলে? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই এমন একটি দেশ রয়েছে। যেখানকার নাগরিক হলেই আপনার পকেট ফুলে-ফেঁপে উঠবে।

এবার আপনি নিশ্চয়ই জানতে চাইবেন কোন দেশের তরফে অবারিতদ্বারে এমন লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে? তবে বলে দিই, সেই দেশটি হল আয়ারল্যান্ড। আইরিশ সরকার দেশের জনসংখ্যা বৃদ্ধির অভিপ্রায়ে নতুন এই স্ট্র্যাটেজি পরিকল্পনা করেছেন। আইরিশ সরকারের অভিনব এই প্রকল্প ‘Or Living Island’ নীতির একটি অংশ। সেখানে গেলেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ৭১ লক্ষ ৮৫ হাজার টাকা। তবে এমন মোটা টাকা পেতে হলে মানতে হবে আইরিশ সরকারের বেশ কয়েকটি শর্ত।

[আরও পড়ুন: চশমা হারালেও চাপ নেই, চোখের চারপাশে অভিনব ট্যাটু! যুবকের কাণ্ডে তাজ্জব নেটপাড়া]

আইরিশ সরকার মোট ৩০টি দ্বীপকে এই প্রকল্পের আওতাভুক্ত করেছে। সেগুলোর কোনও নির্জন একটা দ্বীপে স্থায়ীভাবে বাস করতে হবে । শুধু তাই নয়, সেই দ্বীপগুলিতে বসবাসকারী সম্প্রদায়গুলির উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাঁদের সংস্কৃতি পুনরোজ্জীবিত করে তুলতে হবে। এছাড়া, কোনও একটা দ্বীপে জমি বা বাড়ি কিনতে হবে। যা ১৯৯৩ সালের তৈরি হয়েছে। এবং গত ২ বছর ধরে পরিত্যক্ত রয়েছে। সরকারের দেওয়া ৭১ লক্ষ টাকা সেসব পুনর্নিমানের খাতে খরচ করতে হবে। এবার আপনার যদি আইরিশ সরকারের এই শর্তগুলি মানতে কোনও আপত্তি না থাকে, তাহলে জুলাই মাসের ১ তারিখ থেকেই আবেদন করতে পারেন। তবে জীবনের এই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়ে ভাল করে খোঁজ নিতে ভুলবেন না।

[আরও পড়ুন: ১২ কেজির ‘বাহুবলী’ শিঙাড়া সাবাড় করতে হবে আধ ঘণ্টায়, পুরস্কার ৭১ হাজার! তৈরি তো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার