shono
Advertisement

মধ্যরাতে বাড়িতে হানা চিতাবাঘের, রুখে দাঁড়াল পোষ্য কুকুর, ভাইরাল হাড়হিম করা ভিডিও

মহারাষ্ট্রে মুখোমুখি চিতাবাঘ এবং কুকুর।
Posted: 03:52 PM Jun 29, 2023Updated: 03:52 PM Jun 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুরের চেয়ে প্রভুভক্ত পোষ্য দুনিয়েতে নেই। মানুষ বিশ্বাসঘাতকতা করলেও কুকুর (Dog) কখনও করে না। এই চালু কথা কতখানি সত্যি তা প্রমাণিত হল মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদ নগরের ঘটনায়। সেখানে গৃহস্থ বাড়ির আঙিনায় ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ (Leopard)। বাড়ির ভিতরেও ঢোকার চেষ্টা করেছিল সেটি। সেই হামলা রুখে প্রভুকে রক্ষা করল বারান্দায় থাকা পোষ্য কুকুর। সারমেয়র প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হল শ্বাপদ। চিতাবাঘ-কুকুরের রোমহর্ষক ‘লড়াই’য়ের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই টুইট করেছে ভিডিওটি। ক্যাপশানে জানানো হয়েছে, ঘটনাটি আহমেদ নগরের গ্রামীণ এলাকা রাহুরি তালুকের। বন দপ্তরের কাছ থেকে ওই ভিডিওটি পেয়েছে তারা। বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে গভীর রাতের হাড়হিম করা কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে, আবছা অন্ধকারে বাড়ির উঠোনে পা টিপে টিপে হাজির একটি চিতাবাঘ। দালানের সামনে খানিক ঘোরাঘুরির পর সেটি বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু নিস্তব্ধতা ভেঙে চিৎকার শুরু করে দেয় বাড়ির পাহারাদার কুকুর। চিতাবাঘটির দিকে বেশ কয়েক তেড়েও যায় পোষ্য।

[আরও পড়ুন: দেশে কর্মসংস্থান যথেষ্ট নয়, মানলেন খোদ বিজেপি সাংসদই]

আচমকা এমন প্রতিরোধ থমকায় চিতাবাঘ। যদিও পালটা গর্জন করে, ভয় দেখানোর চেষ্টা করে কুকুরটিকে। তাতেও চিৎকার চালিয়ে যায় সারমেয়টি। শেষ পর্যন্ত কুকুরটির প্রতিরোধের মুখে রণেভঙ্গ দেয় চিতাবাঘ। বাড়ি ছেড়ে অন্ধকার পালিয়ে যায় সেটি। এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাঘের মুখে পড়েও কুকুরের লড়াই দেখে হতবাক নেটিজেনরা। সকলেই বলছেন, কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী দ্বিতীয়টি নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার