সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুরের চেয়ে প্রভুভক্ত পোষ্য দুনিয়েতে নেই। মানুষ বিশ্বাসঘাতকতা করলেও কুকুর (Dog) কখনও করে না। এই চালু কথা কতখানি সত্যি তা প্রমাণিত হল মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদ নগরের ঘটনায়। সেখানে গৃহস্থ বাড়ির আঙিনায় ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ (Leopard)। বাড়ির ভিতরেও ঢোকার চেষ্টা করেছিল সেটি। সেই হামলা রুখে প্রভুকে রক্ষা করল বারান্দায় থাকা পোষ্য কুকুর। সারমেয়র প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হল শ্বাপদ। চিতাবাঘ-কুকুরের রোমহর্ষক ‘লড়াই’য়ের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সংবাদ সংস্থা এএনআই টুইট করেছে ভিডিওটি। ক্যাপশানে জানানো হয়েছে, ঘটনাটি আহমেদ নগরের গ্রামীণ এলাকা রাহুরি তালুকের। বন দপ্তরের কাছ থেকে ওই ভিডিওটি পেয়েছে তারা। বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে গভীর রাতের হাড়হিম করা কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে, আবছা অন্ধকারে বাড়ির উঠোনে পা টিপে টিপে হাজির একটি চিতাবাঘ। দালানের সামনে খানিক ঘোরাঘুরির পর সেটি বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু নিস্তব্ধতা ভেঙে চিৎকার শুরু করে দেয় বাড়ির পাহারাদার কুকুর। চিতাবাঘটির দিকে বেশ কয়েক তেড়েও যায় পোষ্য।