shono
Advertisement

এই মাছে রয়েছে ড্রাগের নেশা, ঘোরে থাকবেন আপনি!

গল্প নয়৷ The post এই মাছে রয়েছে ড্রাগের নেশা, ঘোরে থাকবেন আপনি! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:20 AM Dec 31, 2016Updated: 09:51 PM Dec 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের রাতে আপনার প্ল্যান কী? বন্ধুদের সঙ্গে রাত জেগে মদ্যপান? অথবা মাদকজাত কিছু সেবন করে নিজেকে অন্য জগতে নিয়ে চলে যাওয়া? সেসবের আর প্রয়োজন হবে না৷ কারণ একটি মাছই এবার আপনাকে নেশার চরমে পৌঁছে দেবে৷ বেশ কয়েকদিন ঘোরের মধ্যে রেখে দেবে আপনাকে৷

Advertisement

আনন্দে হোক অথবা দুঃখে, নেশাগ্রস্থ হওয়ার জন্য অনেকেই নানা ধরনের মাদকের উপর নির্ভর করেন৷ কিন্তু ভাবুন তো, একটি মাছ খেলে যদি এলএসডি বা কোকেনের মতো ড্রাগ নেওয়ার অনুভূতি হয়, তাহলে? গল্প নয়৷ পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে এমনই এক ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছে৷ যা আপনাকে চরম নেশাগ্রস্থ করে তুলতে সক্ষম৷ চেটে পুটে একটি মাছ খেলেই আগামী কয়েকদিন ঘোরের মধ্যেই থাকবেন আপনি৷ অর্থাৎ এই মাছ মানুষের শরীরে মদ বা ড্রাগের নেশার মতোই প্রভাব বিস্তার করে৷ সোনালি ও হলুদ রঙের আঁশ বিশিষ্ট এই মাছ দেখতে যতই সাধাসিধে হোক না কেন, এর ক্ষমতা কিন্তু মারাত্মক৷ আরবি ভাষায় মাছটির নামকরণ হয়েছে ‘সারপা সালপা৷’ যার মানে, যে মাছ আপনাকে স্বপ্ন দেখাতে পারে৷ ২০০৬ সালে একটি রিপোর্টে দু’টি অদ্ভূত ঘটনার কথা প্রকাশ্যে এসেছিল৷

১৯৯৪ সালের ঘটনা৷ এক ব্যক্তি কানে ঘুরতে গিয়ে বেশ তৃপ্তি করে বেকড সারপা সালপা খেয়েছিলেন৷ কিন্তু তারপরেই ঘটে বিপত্তি৷ গাড়ি চালানোর সময় হঠাৎই দেখেন এক বিরাট প্রাণী তাঁর রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে৷ যদিও বাস্তবে এমন কিছুই ছিল না৷ এটা কেবলই তাঁর হ্যালুসিনেশন৷ পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল৷ ৩৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছিলেন তিনি৷ যদিও কোনও ঘটনাই পরে মনে করতে পারেননি ওই ব্যক্তি৷ আরেকটি ঘটনা ঘটেছিল সেন্ট-ট্রোপেজের ৯০ বছর বয়সের এক বৃদ্ধার সঙ্গে৷ মাছটি খাওয়ার পর থেকেই তাঁর মনে হতে থাকে তাঁর আশেপাশে আনেক মানুষ চিৎকার করছে৷ পাখিরা ডেকেই চলেছে৷ দু’দিন পর ফের স্বাভাবিক হন তিনি৷

মাছটি নিয়ে অবশ্য কম গবেষণা হয়নি৷ বিজ্ঞানীদের ধারণা এর কারণ মাছের খাদ্য৷ এই প্রজাতির মাছ এমন কিছু খাবার খায় যাতে তাদের দেহে বিষাক্ত ড্রাগ প্রবেশ করে৷ তার ফলেই হ্যালুশিনেসনের শিকার হন মানুষ৷ যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি বিজ্ঞান৷ কী ভাবছেন? বর্ষপূর্তির রাতে নতুন ধরনের নেশা করবেন নাকি?

The post এই মাছে রয়েছে ড্রাগের নেশা, ঘোরে থাকবেন আপনি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement