shono
Advertisement

Breaking News

ঠোঁট নিয়ে কান কার্পেটে বিপাকে ঐশ্বর্য

কানের রেড কার্পেটে সেলেব্রিটিদের আনাগোনা লেগেই আছে৷ নজর কাড়ছেন বলি সুন্দরীরাও৷ এই ভিড়ে হামেশা শাটারবাগদের সামনে সর্বাগ্রে থাকেন তিনি৷ হাতে ছবি থাক আর না থাক প্রতিবারই কান সফরে তাঁর দেখা মেলেই৷ নিজের পোশাক ঐশ্বর্যের সম্ভার লাল পশমের কার্পেটে মেলে ধরেন ঐশ্বর্য রাই বচ্চন৷ কিন্তু, এবারে শুরু থেকেই কেমন যেন একটু তালভঙ্গ হচ্ছে বিশ্বসুন্দরীর৷ The post ঠোঁট নিয়ে কান কার্পেটে বিপাকে ঐশ্বর্য appeared first on Sangbad Pratidin.
Posted: 07:48 PM May 16, 2016Updated: 04:47 PM May 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানের রেড কার্পেটে সেলেব্রিটিদের আনাগোনা লেগেই আছে৷ নজর কাড়ছেন বলি সুন্দরীরাও৷ এই ভিড়ে হামেশা শাটারবাগদের সামনে সর্বাগ্রে থাকেন তিনি৷ হাতে ছবি থাক আর না থাক প্রতিবারই কান সফরে তাঁর দেখা মেলেই৷ নিজের পোশাক ঐশ্বর্যের সম্ভার লাল পশমের কার্পেটে মেলে ধরেন ঐশ্বর্য রাই বচ্চন৷

Advertisement

কিন্তু, এবারে শুরু থেকেই কেমন যেন একটু তালভঙ্গ হচ্ছে বিশ্বসুন্দরীর৷ একে তো পোশাকে একটু বেশিই কার্ভ দেখা দিচ্ছে৷ নিন্দুকরা বলছেন নাকি মেদ বেড়েছে শরীরে৷ এর মধ্যে রবিবার এক্সপেরিমেন্ট করতে গিয়ে ঠোঁটে লাগিয়ে বসলেন বেগুনী রঙের লিপস্টিং৷ এতেই ঘটেছে যাবতীয় বিপত্তি৷

বেগুনী লিপস্টিক সমেত ঐশ্বর্যের ছবি টুইটারে চাউর হওয়া মাত্রই বেধেছে হুলুস্থুলু কাণ্ড৷ নামমাত্র কয়েকজন এক্সপেরিমেন্টের তারিফ করলেও, যেন ঠাট্টার জোয়ার নেমেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে৷

কেউ বলছেন এশিয়ান পেইন্টসের রং লাগিয়ে এসেছেন, তো জাম খাওয়ার গল্প তুলে ধরেছেন৷ তবে, প্রচার যে কারণেই হোক প্রচার তো বটে৷ তাই টুইটার ট্রেন্ডে অচিরেই সানি লিওনের ‘পিঙ্ক লিপস’-কে পিছনে ফেলে দিতে পারে ঐশ্বর্যের বেগুনী ঠোঁটের আভিজাত্য৷

The post ঠোঁট নিয়ে কান কার্পেটে বিপাকে ঐশ্বর্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement