সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। এবার নিজের মুখটি দেখালে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আনলক হয়ে যাবে আপনার আমাজন অ্যাকাউন্টটি। গুগলের পর ইউজারদের জন্য এমন সুবিধা আনতে চলেছে এই মার্কিন ই-কমার্স সংস্থাও।
সহজে অথচ নিরাপদে যাতে নিজের আমাজন অ্যাকাউন্টটি (Amazon Account) ইউজাররা ব্যবহার করতে পারেন, সেই কারণেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত। আমাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ট্রেডওয়েল জানিয়েছেন, পাসওয়ার্ড ছাড়াও অতিরিক্ত নিরাপদে আমাজন অ্যাকাউন্ট ব্যবহারের দিকে একটা নতুন পদক্ষেপ করা হল। এর ফলে আলাদা করে পাসওয়ার্ড মনে রাখারও দরকার হবে না। আপনি নিজের স্মার্টফোন অথবা ডিভাইসে যেভাবে মুখ দেখিয়ে কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে পিন কোড ব্যবহার করেন, আমাজন অ্যাকাউন্টও সেভাবেই আনলক হয়ে যাবে।
[আরও পড়ুন: ‘জাতি-ধর্মের নামে যারা দেশভাগ করতে চায়, তারাও পুড়ে যাক’, দশেরায় হুঙ্কার মোদির]
সাধারণত পাসওয়ার্ড হিসেবে অনেকেই জন্ম তারিখ কিংবা নাম কিংবা ফোন নম্বর ব্যবহার করে থাকেন। যে পাসওয়ার্ড অনায়াসে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। তাই আমাজনের দাবি, ফেসিয়াল রিকগনিশন অথবা স্ক্রিন পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট অত সহজে হাতানো যাবে না। তাই আমাজন অ্যাকাউন্ট আরও বেশি নিরাপদ থাকবে। এই সুবিধা চালু হচ্ছে iOS ব্যবহারকারীদের জন্য। তবে শীঘ্রই অ্যান্ড্রয়েড ইউজাররাও এই সুবিধা পাবেন বলেই জানিয়েছে আমাজন।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই পাসকি ব্যবহার করবেন:
১. আমাজন অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে Your Account অপশনটি সিলেক্ট করুন।
২. এবার লগ ইন ও সিকিউরিটি অপশন বেছে নিন।
৩. সেখানেই পাসকি সেট করার অপশন পাবেন।
৪. নির্দেশিকা মেনে যাবতীয় তথ্য দিন। যে পাসকি ব্যবহার করতে চাইবেন তা দিয়েই এর পর থেকে আনলক হবে অ্যাকাউন্ট।