রাজর্ষি গঙ্গোপাধ্যায়, লন্ডন: আইপিএলে মাস দুয়েক ধরে নিজেদের নিংড়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)-শুভমান গিল (Shubman Gill)-রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলতে এসে ভারতের অতলান্তিক ব্যাটিং গভীরতা নিয়েই প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কি আদৌ তৈরি হয়ে খেলতে এসেছে ভারতীয় দল?
প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। জবাবে প্রাক্তন অজি তারকা বলেছেন, ”বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয়রা যে পুরোদস্তুর তৈরি হয়েছে তা মনে হয়নি খেলা দেখে। প্রায় মাস দুয়েক ধরে আইপিএলের মতো কঠিন এক টুর্নামেন্ট খেলে এসেছে ভারতীয় দল।”
[আরও পড়ুন: দিল্লি পুলিশের রিপোর্টে স্বস্তিতে কুস্তিগিররা, রেফারির বিস্ফোরক বয়ানে চাপ বাড়ল ব্রিজভূষণের]
টি-টোয়েন্টি ফরম্যাট আর টেস্ট ফরম্যাট আদৌ এক নয়। পন্টিংয়ের কথার অর্থ হল, আইপিএলের মতো কঠিন টুর্নামেন্টে ভারতের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার প্রভাব এখন পড়ছে টেস্ট ফাইনালে। টেস্ট ফরম্যাটের জন্য ভাল রকম প্রস্তুতি নিয়ে আসেনি ভারত। টেস্ট ফাইনালে জাঁকিয়ে বসলেও অস্ট্রেলিয়াই কি দারুণ ভাবে তৈরি হয়ে এসেছে?
পন্টিংয়ের যুক্তি আদর্শগত ভাবে যেরকম প্রস্তুতির দরকার ছিল, সেই প্রস্তুতি নেই কোনও দলেরই। দুটো দলকেই কিছুটা হলেও বিবর্ণ দেখিয়েছে। পন্টিংয়ের মতে, স্টার্ক নিজের সেরা ছন্দে নেই। কামিংস দু’ বার উইকেট পেলেও দেখা গিয়েছে তিনি ওভার স্টেপ করায় দুই ভারতীয় ব্যাটসম্যান রাহানে ও শার্দূল ঠাকুর বেঁচে যান। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা মাত্র ম্যাচের জন্য সেভাবে তৈরি হয়নি কোনও দলই। ওভালে যদিও দক্ষতার দিক থেকে অস্ট্রেলিয়া টেক্কা দিয়েছে ভারতকে।
অজিদের পাহাড়প্রমাণ রানের জবাব দিতে নেমে ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা হোঁচট খেয়েছেন। অত্যন্ত দক্ষ অজি বোলারদের সামনে নড়বড়ে দেখিয়েছে কোহলি-গিলদের। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৯৬ রানে। তাও অজিঙ্কে রাহানে এবং শার্দূল ঠাকুর রুখে দাঁড়ানোয় ভারত ফলো অন বাঁচাতে সক্ষম হয়।
সবাই যখন ভারতীয় ব্যাটসম্যানদের ‘হারাকিরি’র জন্য আইপিএলকেই আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, সেখানে রাহানে বোল্যান্ড-কামিংসদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে গিয়েছেন। রাহানের ভাগ্য খারাপ থাকায় শতরান ফেলে এসেছেন মাঠে। রাহানের দুরন্ত ব্যাটিং দেখে মুগ্ধ পন্টিংও। তিনি বলছেন, ”রাহানের ডিফেন্স খুব সলিড। যখন দলের দরকার তখনই রাহানে ভাল খেলে। আজকের ইনিংসটাও সেরকমই। ভেরি গুড নক। এরপরে আরও কয়েকটা টেস্ট ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল নির্বাচন করতে ভারতীয় নির্বাচকরা যখন বসবেন, তখন রীতিমতো চাপে থাকবেন। বলা ভাল রাহানের এই ইনিংস চাপে ফেলে দেবে নির্বাচকদের।”