shono
Advertisement

এই কারণগুলি জানলে সাত পাকে বাঁধা পড়তে দ্বিতীয়বার ভাববেন

তাহলে কেন সাতপাকে বাঁধা পড়বেন? The post এই কারণগুলি জানলে সাত পাকে বাঁধা পড়তে দ্বিতীয়বার ভাববেন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:30 PM Nov 08, 2017Updated: 04:42 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরিশ তো পেরিয়ে গেল। আর কবে বিয়ের পিঁড়িতে বসবে?  অবিবাহিত হলে এ প্রশ্নের মুখে  নিশ্চয়ই পড়তে হয়েছে? নিশ্চয়ই জানেন আপনার বিয়ে নিয়ে আশেপাশের মানুষগুলোর কত মাথাব্যথা। কিন্তু এই ব্যথার জন্যই কি আপনার বিয়ে করা উচিত?  নাহ,

Advertisement

  • কেবল সাতপাকে বাঁধা পড়তে হবে বলেই বিয়ে করবেন না।
  • আপনার বাবা-মা চান বলেও বিয়ে করবেন না।
  • পাড়া-পড়শির কৌতূহল মেটাতেও বিয়ে করবেন না।
  • একটি ‘সৎপাত্র’ পেয়ে গিয়েছেন বলেও বিয়ে করবেন না।
  • সমস্ত বন্ধুদের কিংবা ভাই-বোনদের বিয়ে হয়ে গিয়েছে বলেই বিয়ে করবেন না।
  • প্রাক্তন প্রেম ভুলতে বিয়ে করবেন না।
  • জীবনে নিরাপত্তা পেতেও বিয়ে করবেন না।
  • পাশে শোয়ার কাউকে চাই বলেও বিয়ে করার প্রয়োজন নেই।
  •  শুধু সন্তানের চাহিদাতেও বিয়ে করবেন না।

[ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্ক নয়, নজর দিন এই বিষয়গুলিতেই]

তাহলে বিয়েটা কেন করবেন?

  • বিয়েটা তখনই করুন যখন আপনার মন সায় দেবে।
  • কারও সঙ্গে সারা জীবন কাটাতে ইচ্ছে করবে একই ছাদের তলায়।
  • এমন একজন সঙ্গী খুঁজে পেয়েছেন যাঁকে ছাড়া আপনার পৃথিবী অর্থহীন।
  • কেউ আপনাকে আপনার চেয়েও ভাল বোঝে। আপনার ভাল-মন্দ দুইই গ্রহণ করতে পারে।
  • বিয়ে তখন করুন যখন সঙ্গীর উপস্থিতি আপনার মুখে হাসি এনে দেয়।

বিয়ে তখনই করুন যখন আপনার মন ও শরীর অন্যকে গ্রহণ করার জন্য তৈরি থাকবে। তা সে আঠেরো বছরই হোক বা তিরিশ বছর, কিংবা হোক চল্লিশ বছর। জীবন আপনার। তাই বাঁচার স্বাধীনতাও আপনার।

[শরীর সুস্থ রাখতে এ কাজগুলি করেন? ভুল করছেন না তো!]

The post এই কারণগুলি জানলে সাত পাকে বাঁধা পড়তে দ্বিতীয়বার ভাববেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার