shono
Advertisement

অলঙ্কারের ‘বিতর্কিত’ নিলামে বিশ্বরেকর্ড! তিন দফায় বিক্রি ১,৬১২ কোটির গয়না

নিলামে ওঠে অস্ট্রেলিয়ান ধনকুবের হেইডি হোর্টেনের অলঙ্কার।
Posted: 03:56 PM May 13, 2023Updated: 05:56 PM May 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবটাই ব্যক্তিগত সম্পত্তি। যার মালিক ছিলেন প্রয়াত অস্ট্রেলিয়ান ধনকুবের হেইডি হোর্টেন। পৃথিবীর অন্যতম ধনী মহিলা ছিলেন তিনি। তাঁর অলঙ্কারে কি লেগেছিল অসহায় ইহুদি রক্তের দাগ? সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা শহরে তিন দফায় নিলামে ওঠে হোর্টেনের সংগ্রহে থাকা যাবতীয় অলঙ্কার। যার মোট মূল্য ১,৬১২ কোটি টাকা। ব্যক্তিগত সম্পত্তি নিলামে যা বিশ্বরেকর্ড।

Advertisement

হোর্টেন যেমন ধনকুবের ব্যবসায়ী ছিলেন, তেমনই শিল্প সংগ্রাহকও ছিলেন। সোনা, হিরে, মণি, মুক্তোর তৈরি পছন্দের গয়না চোখে পড়লেই কিনে ফেলতেন। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিন দাবি করেছিল, তাঁর সম্পত্তির মোট মূল্য ৩০০ কোটি টাকা। ২০২২ সালে ৮১ বছর বয়সে মৃত্যু হয় হোর্টেনের। গত ১০ ও ১২ মে ধনকুবের ব্যবসায়ীর বেশ কিছু বহুমূল্য গয়না নিলামে তোলা হয়। যার মধ্যে রয়েছে সোনা ও হিরের তৈরি নেকলেস, ব্রেসলেট, টিয়ারা এবং অন্য গয়না। 

[আরও পড়ুন: ‘ঘৃণার বাজার বন্ধ করে ভালবাসার দোকান খুলল কর্ণাটক’, বিপুল জয় নিয়ে প্রতিক্রিয়া রাহুলের]

সব মিলিয়ে নিলামে তোলা হয়েছে হোর্টেনের সংগ্রহে থাকা ১,৬১২ কোটি টাকার গয়না। যা নতুন বিশ্বরেকর্ড। নিলাম বিশেষজ্ঞদের মতে এটিই ব্যক্তিগত সম্পত্তির হিসাবে সবচেয়ে বড় নিলাম। উল্লেখ্য, আরেক দফায় ১৫ মে-তে অনলাইন নিলাম হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেলরের রেকর্ড মূল্যের গয়না নিলামে উঠেছিল। যার মোট অর্থমূল্য ছিল ১৩ কোটি ৭ লক্ষ টাকা।

[আরও পড়ুন: ত্রিপুরায় নির্ভয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের গণধর্ষণের বলি ২ নাবালিকা!]

হেইডি হোর্টেন ধনকুবের ব্যবসায়ী হলেও তাঁর গয়নায় লেগে আছে ইহুদি রক্তের দাগ! সমালোচকদের বক্তব্য, স্বামী হেলমেটের মৃত্যুর পর বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন হোর্টেন। এই হেলমেট আসলে নাৎসি অত্যাচারে শহর ছেড়ে পালানো ইহুদিদের সম্পত্তি কিনেছিলেন জলের দরে। বস্তুত ইহুদিদের অসহায়তাকে কাজে লাগিয়ে সাধারণ ব্যবসায়ী থেকে ধনকুবের হয়ে ওঠেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার