shono
Advertisement

বাড়িওয়ালা-ভাড়াটে ঝামেলার পরেই নিখোঁজ, একদিন পর ট্রাঙ্কে মিলল ৩ বোনের মৃতদেহ

তিন শিশুকন্যার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Posted: 03:04 PM Oct 02, 2023Updated: 05:24 PM Oct 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ ছিল তিন বোন। দিনভর শিশুকন্যাদের খুঁজে না পেয়ে বাবা-মা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। একদিন পরে তাদের দেহ উদ্ধার হল একটি পরিত্যক্ত ট্রাঙ্ক থেকে। পাঞ্জাবের জলন্ধর জেলার তিন শিশুকন্যার রহস্যমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তিন বোনকে কি খুন করা হয়েছে? জানা গিয়েছে, ভাড়া থাকত শিশুদের পরিবার। বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা চলছিল তাদের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি জলন্ধর জেলার কানপুর গ্রামের। ভাড়া বাড়িতে থাকত পরিযায়ী শ্রমিক পরিবারটি। দম্পতির ৫ সন্তানের মধ্যে তিন মেয়ে। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিল কাঞ্চন (৪), শক্তি (৭) এবং অমৃতা (৭)। রাতে স্থানীয় মকসূদান থানায় গিয়ে অভিযোগ জানান দম্পতি। সোমবার সকালে বাড়িরই একটি ট্রাঙ্ক থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় পুলিশ। তিন শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনা কি খুনের?

[আরও পড়ুন: বিশ্বকাপের ৪ দিন আগেই ধাক্কা ভারতের, দল ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফিরলেন বিরাট]

তদন্তে উঠে এসেছে, মদ খাওয়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গে মৃত শিশুকন্যাদের বাবার ঝামেলা চলছিল। বাড়ি ছাড়াতে বলেছিলেন ক্ষিপ্ত বাড়িওলা। তিনিই মেজাজ হারিয়ে তিন শিশুকন্যাকে হত্যা করেছেন খতিয়ে দেখছে পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজনদের।

[আরও পড়ুন: দিল্লিতে তৃণমূল LIVE UPDATE: রাজঘাটে অভিষেক, শুরু তৃণমূলের ‘সত্যাগ্রহ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement