সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘একেবারে উচ্ছন্নে গেছে আজকাল ছেলেমেয়েগুলো’। ভবিষ্যত প্রজন্মের জন্য হামেশা এই কথা তোলা থাকে পূর্বসূরিদের ঠোঁটে। তবে মার্কিন বিশেষজ্ঞদের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, নয়ের দশকের প্রজন্মের যৌনজীবন তুনামূলকভাবে সবচেয়ে নিষ্ক্রিয়।
ফ্লোরিডার আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০ থেকে ২৪ বছরের বেশ কয়েকজন তরুণ-তরুণীর সঙ্গে কথা বলেছেন। যাদের জন্ম ১৯৯১ সালের পরে। এর মধ্যে বেশিরভাগেরই নিয়মিত যৌনজীবন নেই। ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়ার যুগে ভারচুয়াল ও অ্যাকচুয়াল জীবনযাপন এলোমেলো হওয়ার ফলে অধিকাংশই ভোগেন অবসাদে। তাই এই বয়সেই তাঁদের যৌনজীবনে অনিহা দেখা দিচ্ছে বলে দাবি গবেষকদের।
গবেষকদের সমীক্ষা অনুযায়ী, খোলামেলা যৌনজীবনের নিরিখে নিচের সারিতে রয়েছে নয়ের দশকের প্রজন্ম। এর পরে রয়েছে শুধুমাত্র দুইয়ের দশকের পূর্বসূরিরাই।
The post যৌনতায় পিছিয়ে নয়ের দশকের প্রজন্ম appeared first on Sangbad Pratidin.