সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তে পাঞ্জাব’ সিনেমা নিয়ে বিতর্ক হয়েছিল বটে, তবে পাঞ্জাবের মাদক সমস্যার কথা অস্বীকার করাও কঠিন। অমৃতসরের (Amritsar) এক মাদকাসক্ত যুবতীর ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ার পর এমনটাই মনে করা হচ্ছে। হাঁটা তো দূর অস্ত, ওই যুবতী নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিও ভাইরাল হতেই অমৃতসরের ওই গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ। ১২ জনকে আটক করা হয়েছে। একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
যে অঞ্চলের ভিডিও ভাইরাল হয়েছে সেটি পূর্ব অমৃতসরের মকবুলপুরা (Maqboolpura) বলে জানা গিয়েছে। মকবুলপুরায় অধিকাংশই শিখ ধর্মের মানুষ বসবাস করেন। যদিও এলাকাটি মাদক সেবন এবং আসক্তদের সমস্যার জর্জরিত জানা গিয়েছে। অঞ্চলটিকে মাদকমুক্ত করার বহু প্রচেষ্টা চললেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। এর মধ্যেই মকবুলপুরায় ওই আসক্ত মহিলার ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
[আরও পড়ুন: রাম মন্দির তৈরিতে খরচ হবে ১,৮০০ কোটি টাকা, চূড়ান্ত নির্মাণ বিধি]
[আরও পড়ুন: হিন্দুপক্ষের আবেদন বৈধ, জ্ঞানবাপী মামলায় শুনানিতে সায় আদালতের]
এদিকে মকবুলপুরার এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে প্রশাসন। রবিবারই গ্রামে মাদক তল্লাশি অভিযান চালায় প্রশাসন। আলাদা বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়। মোট ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পাঁচটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। যেগুলি ওই এলাকা থেকে চুরি গিয়েছে বলে সন্দেহ। মুখ খুলেছেন স্থানীয় বিধায়ক শাসক দল আপের নেতা জীবনজোত কাউর। তিনি জানিয়েছেন, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।