shono
Advertisement

রোজ কমছে ধারাবাহিকের টিআরপি, শুধু ভোটের খবরেই কি চোখ রাখছে দর্শক?

সপ্তাহ ঘুরতেই ফের হাজির বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা।
Posted: 03:25 PM Mar 14, 2024Updated: 04:16 PM Mar 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ ঘুরতেই ফের হাজির বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। দর্শকদের মন জয় করতে রোজই নতুন নতুন টুইস্ট আনতে কালঘাম ঝরছে ধারাবাহিকের চিত্রনাট্যকারদের। আর এখন তো সিরিয়াল নির্মাতাদের উপর একটু বেশিই চাপ। কেননা, ভোটের খবরে এখন ছয়লাপ প্রত্যেকটি খবরের চ্যানেল। আর সেদিকেই নাকি দর্শকদের মন মজেছে। হ্যাঁ, টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনই খবর। ভোটের হাওয়ার জন্যই নাকি অল্প অল্প করে টিআরপি তালিকায় পতন নজরে পড়েছে বিশেষজ্ঞদের।

Advertisement

এই সপ্তাহে শীর্ষে থাকল কে? কোন সিরিয়ালই বা থাকল একেবারে নিচে?

টিআরপির হিসেব বলছে, এই সপ্তাহেও তালিকায় শীর্ষে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। তালিকায় তাদের নম্বর নম্বর ৮.৩। আগের সপ্তাহে তালিকায় শীর্ষে থাকা ‘জগদ্বাত্রী’ এবার দ্বিতীয়তে। অন্যদিকে টিআরপির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রোহিত ও ‘ফুলকি’র গল্প। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গীতা এল.এল.বি’। এর প্রাপ্ত নম্বর ৭.৯ পঞ্চম স্থানে ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩।

[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে পাশে নিয়েই জন্মদিন পালন আমির খানের, খাওয়ালেন কেকও, দেখুন ভিডিও]

তালিকার দিকে নজর দিলে দেখা যাবে এরপরই সিরিয়ালের টিআরপি গ্রাফ আগের সপ্তাহের থেকে অনেকটাই নিম্নগামী। কোন গোপনে মন ভেসেছের প্রাপ্ত নম্বর ৭.২, গত সপ্তাহে যা ছিল ৭.৮, ‘অনুরাগের ছোঁয়া’র প্রাপ্ত নম্বর ৬.৩, আগের সপ্তাহে যা ছিল ৬.৫। ‘আলোর কোলে’ ৫.৭, গত সপ্তাহে যা ছিল ৫.৯, ‘সন্ধ্যাতারা’ ৬.২, গত সপ্তাহে যা ছিল ৬.৪, ‘জল থই থই ভালোবাসা’ ৫.৫, গত সপ্তাহে যা ছিল ৫.৫, ‘তুমি আশেপাশে থাকলে’ ৫.৪, গত সপ্তাহে যা ছিল ৫.৬, ‘লভ বিয়ে আজকাল’ ৫.৪, গত সপ্তাহে যা ছিল ৫.৩, ‘তোমাদের রাণী’ ৫.২, গত সপ্তাহে যা ছিল ৫.৭।

টেলিপাড়ায় অনেকেই মনে করছেন, ভোটের দিন যত এগোবে। ততই নামবে সিরিয়ালের টিআরপি।

[আরও পড়ুন: ‘৪৫ মাস পার, মোদিজি এবার CBI-কে বলুন…’, লোকসভার আগে সুশান্ত ইস্যু তুললেন দিদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement