shono
Advertisement

মিলনের সময় চোখে চোখ না রাখায় প্রেমিকের যৌনাঙ্গ কাটল যুবতী

এই অপরাধে আট বছর পর্যন্ত জেল হতে পারে তার৷ The post মিলনের সময় চোখে চোখ না রাখায় প্রেমিকের যৌনাঙ্গ কাটল যুবতী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 AM Sep 13, 2016Updated: 07:58 PM Sep 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তরঙ্গ মুহূর্তে চোখের দিকে চোখ রাখছেন না প্রেমিক৷ বহুবার আদরে-আবদারে চোখের দিকে চেয়ে ভালবাসার আর্জি জানিয়েছিল প্রেমিকা৷ কিন্তু প্রেমিকের আর চোখের দিকে চেয়ে ভালবাসা হয়ে ওঠেনি৷ তাই প্রেমিককে যথাযথ শাস্তি দিতে তাঁর যৌনাঙ্গ কেটে দিল শানিয়া জোনস৷ অ্যারিজোনার বাসিন্দা ৩৪ বছরের শানিয়া প্রেমিকের বাড়িতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

সংবাদ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে যৌন মিলনের সময় হঠাৎই শানিয়া রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে, প্রেমিকের যৌনাঙ্গে কোপ দেয়৷ এরপর যন্ত্রণায় প্রেমিক ছটফট করতে থাকলে, তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয় শানিয়া৷

এই ঘটনার দায়ে শানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগামী বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে তাকে৷ শোনা যাচ্ছে, এই অপরাধে আট বছর পর্যন্ত জেল হতে পারে তার৷

The post মিলনের সময় চোখে চোখ না রাখায় প্রেমিকের যৌনাঙ্গ কাটল যুবতী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement