সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে রিভিউ পড়ে পণ্য যাচাই করাই এখনকার রেওয়াজ। এর পরেই কেনাকাটা সারেন একজন ক্রেতা। জিনিসটা যদি নয়া ক্রেতার ভালো লাগে, তিনিও অল্প কথায় রিভিউ লিখে থাকেন। অনেক সময় ক্রেতার রিভিউয়ের উত্তরও দেন সংস্থা। তাই বলে পণ্য কিনে তার রিভিউ লিখে চাকরি পাওয়া যেতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। অনলাইন বিপণী সংস্থা আমাজনে এই কাণ্ড ঘটেছে। কফির বিস্তারিত তথা অনন্য রিভিউ লিখে আমাজনে চাকরির প্রস্তাব পেলেন ওই তরুণী।
চমকে দেওয়া কাণ্ড করা ওই তরুণীর নাম প্রসিদ্ধ। তিনি আমাজনে প্লাটফর্মে স্লিপি আউল কফির একটি রিভিউ লেখেন। কী এমন লিখেছিলেন প্রসিদ্ধ? বিস্তারিত রিভিউতে তরুণী লেখেন, "আমি আমার রান্নাঘরে হতাশাগ্রস্ত, বিষণ্ণ এবং অসহায় বোধ করে চলে গিয়েছিলাম। আমি প্রথম যে জিনিসটি দেখছি তা হল কাউন্টারে একমাত্র ব্র্যান্ডের নাম স্লিপি আউল কফি পাত্র।" কীভাবে ভালো কফি বানাতে হয় তাও লেখেন প্রসিদ্ধ। পেশায় কপিরাইটার তরুণী রিভিউর শেষাংশে লেখেন, "আমি একজন কপিরাইটার এবং আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কন্টেন্টের আকারে লিখতে পছন্দ করি। আমি আমাজনের সমস্ত পণ্যেই এমন রিভিউ লিখে থাকি। তাই আপনি যদি সেই সব অভিজ্ঞতা পড়তে চান তাহলে আমার সঙ্গে থাকুন।"
[আরও পড়ুন: জঙ্গলবন্দি ৪০ দিন! মহারাষ্ট্রের অরণ্যে উদ্ধার শিকলে বাঁধা মার্কিন মহিলা]
চমৎকার রিভিউটি নজরে পড়ে খোদ কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অশ্বজিৎ সিংয়ের। পড়ে লিঙ্কডিনে অশ্বজিৎ লেখেন, "প্রসিদ্ধ, আপনি যেই হোন, যেখানেই থাকুন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। স্লিপি আউল কফি আপনাকে চাকরির সুযোগ দিতে চায়।" এখানেই শেষ নয়, নাম করা কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা প্রসিদ্ধর লেখায় মুগ্ধ। তিনি লেখেন, "কী ভাল রিভিউ।এটা সেরা কপিরাইটিং।" প্রসিদ্ধর লেখা কফি রিভিউর স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। এই ঘটনা প্রমাণ করে প্রতিভা কখনও চাপা থাকে না।