সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে দিল্লি মেট্রো (Delhi Metro)। এবার ভাইরাল যাত্রী আসনে বসে থাকা যুগলের ভিডিও। যা টুইটারে পোস্ট করেন এক ব্যক্তি। যদিও ভিডিওটি নিয়ে ধন্দ তৈরি হয়েছে নে়টিজেনদের মধ্যে। তাঁদের বক্তব্য, কেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল তা স্পষ্ট নয়। যুগলের আচরণে আপত্তিকর কিছুই দেখা যায়নি। ফলে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও ভিডিও টুইট করা ব্যক্তির দাবি, যুগলকে দেখে নাকি তিনি বিপুল অস্বস্থিতে পড়েন। কেন?
এর আগে স্বল্প পোশাক পরে মেট্রোয় উঠে হইচই ফেলে দিয়েছিলেন এক তরুণী। তাঁর পোশাক দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন সহযাত্রীরা। এরপর মেট্রোর মধ্যে হস্তমৈথুন করে যাত্রীদের রোষের মুখে পড়েন এক ব্যক্তি। সম্প্রতি স্কার্ট পরে মেট্রো (Delhi Metro) সফর করে সহযাত্রীদের চমকে দেন দুই যুবক। এবারের ভাইরাল ভিডিওটিকে বিগত কাণ্ডগুলির সঙ্গে মেলানো যাচ্ছে না।
[আরও পড়ুন: ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে অশান্ত মহারাষ্ট্রের আকোলা, দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, আহত ৮]
অনুভব ঠাকুর নামে এক ব্যক্তি টুইটারে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশানে তিনি লেখেন, “বিশ্রি বোধ করছি, সাহায্য করুন।” যদিও যুগলের আচরণে বিশ্রি কিছুই দেখা যায়নি। ভিডিওতে দেখা গিয়েছে, ইউনিফর্ম পরা তরুণ-তরুণী পাশাপাশি বসে। তরুণের কাঁধে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন তরুণী। এই আচরণ সহযাত্রীর কাছে অস্বস্তির কেন? তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অথচ অভিযোগ জানানোর ভঙ্গিতে তাঁর পোস্টটিকে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে ট্যাগও করেছেন অনুভব।
[আরও পড়ুন: হ্রদের জলে ডুবছে দুই বন্ধু, বাঁচাতে ঝাঁপ তিন কিশোরের, মৃত পাঁচজনই]
যদিও যুগলের অজান্তে ভিডিও করা নিয়ে উলটে টুইট করা ব্যক্তিকেই দুষেছে নেটিজেন। একজন মন্তব্য করেছেন, অনুমতি ছাড়া অপরিচিতের ভিডিও তোলা অপরাধ। প্রায় সকলেরই বক্তব্য, এই ভিডিওর মধ্যে আপত্তিকর কিছুই নেই। একজন লিখেছেন, তরুণ-তরুণী যেভাবে বসে আছেন তা একটি মিষ্টি দৃশ্য। এক নেটিজেন রীতিমতো রাগ প্রকাশ করে লিখেছেন, এর মধ্যে আপত্তিকর কী দেখলেন, ব্যাখ্যা করুন আপনি।