রাজা দাস, বালুররঘাট: গ্যাস সিলিন্ডার সরবরাহ করার সময় অগ্নিকাণ্ড। জখম একই পরিবারের তিনজন-সহ মোট চারজন। শুক্রবার দুপুরের ঘটনায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রঘুনাথপুরে জোর শোরগোল। আহতরা প্রত্যেকে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সকালে বালুরঘাটের রঘুনাথপুরের বাসিন্দা রণজিৎ সাহার বাড়িতে সিলিন্ডার সরবরাহ করতে আসেন এক যুবক। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ঢুকিয়ে দেন। তারপর তা ঠিকঠাক আছে কিনা, পরীক্ষা করে দেখতে যান। আর ঠিক সেই সময়েই বিপত্তি। সিলিন্ডার পরীক্ষা করতে গিয়ে অগ্নিকাণ্ড বাঁধে।
[আরও পড়ুন: সমাবর্তনের শুরুতেই তাল কাটল বিশ্বভারতীতে, উপাচার্যর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ ক্যাম্পাস]
তাতে জখম হন গ্যাস সিলিন্ডার সরবরাহকারী যুবক অমর কর্মকার। ওই পরিবারের বাবা, ছেলে এবং নাতনি-সহ মোট তিনজন অগ্নিদগ্ধ হন। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন। তাঁরাই অগ্নিদগ্ধদের উদ্ধার করেন। প্রত্যেককে তড়িঘড়ি বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। গ্যাস সিলিন্ডার পরীক্ষার মাঝে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।