shono
Advertisement

আসামি ধরতে যাওয়ার পথে পুলিশ ভ্যানে ধাক্কা ট্রেনের, চট্টগ্রামে নিহত ৩ পুলিশ

দুর্ঘটনায় আহত আরও ২ পুলিশ-সহ তিনজন।
Posted: 03:21 PM Aug 27, 2023Updated: 03:30 PM Aug 27, 2023

কুমার সরকার, ঢাকা: আসামি ধরতে যাওয়ার পথে দুর্ঘটনা (Accident)। রেললাইন পেরনোর সময়ে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত হলেন ৩ পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। আহত হয়েছেন আরও তিনজন। সীতাকুণ্ড থানার অফিসার আবু সাঈদ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুপুর সোয়া ১২টা নাগাদ সীতাকুণ্ড থানার পুলিশের টহলদারি দল স্থানীয় পরিষদের সদস্য-সহ আসামি ধরতে যাচ্ছিল। তাঁদের গাড়িটি রেললাইনের পশ্চিম থেকে পূর্বের দিকে পার হওয়ার সময় আটকে যায়। এদিকে, একই সময়ে ঢাকা থেকে আসছিল চট্টগ্রামগামী একটি ট্রেন (Train)। পুলিশের গাড়িকে ধাক্কা দেয় চলন্ত ট্রেনটি। এতে ঘটনাস্থলেই এক কনস্টেবল রহমান নিহত হন। এই ঘটনায় আরও চারজন পুলিশ সদস্য ও ইউপি (UP) সদস্য শাহাদাত হোসেন আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়।

[আরও পড়ুন: এগিয়ে বাংলা, বাংলার ই-পরিষেবাকে স্বর্ণপদক দিল কেন্দ্র]

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ”দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একজন মারা  (Death) যান। তাঁরা হলেন সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলি মোল্লা। আহত হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) সুজন শর্মা, পুলিশ সদস্য সমর চন্দ্র সূত্রধর ও ইউপি সদস্য শাহাদাত হোসেন।বাকি দু’জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।” সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত ওসি তোফায়েল আহমেদের বক্তব্য, তিনি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।

[আরও পড়ুন: কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ফুটপাতবাসীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement