চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: সাতসকালে বাঘের আতঙ্ক মুর্শিদাবাদের (Murshidadbad) ভরতপুরে। রবিবার সকালে ভরতপুর থানার হামিদপুর বাগেশ্বরী মন্দির এলাকার একটি জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘের মতো প্রাণী দেখতে পান স্থানীয়রা। এরপরই আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের।
জানা গিয়েছে, রবিবার সকাল ওই জঙ্গলে গ্রামের এক যুবক আম কুড়াতে গিয়েছিলেন। তিনিই ওই জন্তুটিকে দেখতে পান এবং আতঙ্কিত হয়ে পড়েন। তারপর গ্রামের বাসিন্দাদের খবর দেন তিনি। সকলেই একটি প্রাণী দেখতে পান। স্থানীয়দের দাবি, ওই প্রাণীটি বাঘ। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরে।
[আরও পড়ুন: সাঁইথিয়া-মল্লারপুর থেকে উদ্ধার প্রচুর বোমা, পঞ্চায়েত ভোটের আগে লাগাতার বিস্ফোরক উদ্ধার বীরভূমে]
খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা। কিন্তু উদ্ধার করা যায়নি জন্তুটিকে। স্থানীয়দের কথায়, বাগেশ্বরী মন্দিরের সঙ্গে বাঘের সম্পর্ক বহু প্রাচীন। সেই সূত্র ধরেই গ্রামে বাঘ ঢুকেছে বলেও ধারণা অনেকের। তবে কারণ যাই হোক, গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা। বনদপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
ঘটনা প্রসঙ্গে বনদপ্তরের আধিকারিকরা বলেন, “আমরা জানি না জন্তুটা কী। তবে আমাদের ধারণা, এটা বাঘ নয়। চিতাবাঘ হতে পারে।”