shono
Advertisement

ট্রাম্পকে বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট আখ্যা দিল ‘টাইম’

ট্রাম্পের মাথায় জুড়ে দিল শিংও৷ The post ট্রাম্পকে বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট আখ্যা দিল ‘টাইম’ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:06 PM Dec 08, 2016Updated: 04:36 PM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার ২০১৬’ ঘোষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ টাইম ম্যাগাজিন সংস্থার পক্ষ থেকে ১১ জনের একটি তালিকা তৈরি করা হয়েছিল৷ সেই তালিকায় ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ প্রমুখরাও৷ কিন্তু মোদি, জুকারবার্গদের টেক্কা দিয়ে ‘পার্সন অফ দ্য ইয়ার’ শিরোপা পেলেন ট্রাম্প৷ দেশের প্রধানমন্ত্রী ‘পার্সন অফ দ্য ইয়ার’ না হওয়ায় প্রথমটায় খারাপ লাগলেও কোন কারণে ট্রাম্পকে ‘পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেওয়া হয়েছে তা জেনে খানিক স্বস্তি পেয়েছে বুদ্ধিজীবী মহল৷

Advertisement

প্রতি বছর কোন খারাপ বা ভাল কারণের উপর ভিত্তি করেই ‘পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেয় টাইম ম্যাগাজিন৷ আর চলতি বছরে ট্রাম্পকে বেছে নেওয়া হল তাঁর মন্দ উপাখ্যানের জন্যই৷ ট্রাম্পকে ২০১৬ সালের ‘পার্সন অফ দ্য ইয়ার’ ঘোষণা করার পর তাঁকে বলা হল ‘প্রেসিডেন্ট অফ দ্য ডিভাইডেড স্টেটস অফ আমেরিকা’৷ অর্থাৎ ট্রাম্প বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট৷ যদিও নিজেদের এই কর্মকাণ্ডের বিতর্ককে লাঘব করতে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে দেখানো হয়েছে অন্য কারণ৷ ২০১৬ সালের প্রেসিডেন্ট ইলেকশনকে কেন্দ্র করে মার্কিন মুলুক রীতিমতো দু’ভাবে বিভক্ত হয়ে গিয়েছিল৷ এই কারণেই নাকি টাইম ম্যাগাজিন ট্রাম্পকে বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে৷

কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ম্যাগাজিন এতেই থেমে থাকেনি৷ ট্রাম্পের ছবির মাথায় এমন ভাবে ইংরেজিতে ‘TIME’ কথাটি লেখা রয়েছে যাতে ট্রাম্পের ঠিক মাথার উপর রয়েছে ‘M’৷ আর এটিকে দেখতে হুবহু একটি দৈত্যের শিংয়ের মতো লাগছে৷

এই ছবি প্রকাশ্যে আসার পর মোদির ‘পার্সন অফ দ্য ইয়ার’ না হওয়ায় মনে হয় কোনও খেদ রইল না৷ কারণ এমন মুকুটের চেয়ে মুকুটহীনতা ভাল!

The post ট্রাম্পকে বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট আখ্যা দিল ‘টাইম’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement