shono
Advertisement

Breaking News

কান থেকে ক্রমাগত রস বের হচ্ছে, সংক্রমণ নয় তো? সাবধান হোন, পরামর্শ বিশেষজ্ঞের

কান টানলে যেমন মাথা আসে, তেমনই কানে অসুখ করলেও মাথাব্যথার কারণ আছে।
Posted: 08:09 PM Aug 18, 2023Updated: 08:09 PM Aug 18, 2023

কান থেকে ক্রমাগত রস বের হচ্ছে। সংক্রমণ নয় তো? সংকট কিন্তু গভীর হতে পারে। অত্যন্ত স্পর্শকাতর অঙ্গ কান (Ears)। অবহেলার বিষয় নয়। বললেন পিয়ারলেস হাসপাতালের ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন ডা. মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য।

Advertisement

কান টানলে যেমন মাথা আসে, তেমনই কানে অসুখ করলেও মাথাব্যথার কারণ আছে। কানে শুনতে না পেলেই উদ্বিগ্নতা প্রকাশ পায়। বাকি ছোটখাটো সমস্যা হেলাফেলার লিস্টে। এটা ঠিক নয়। যে ঠুনকো বিষয় উটকো ঝামেলা ডেকে আনতে পারে তা হল, কানের ক্রন্দন বা টিয়ার্স অফ দ্য ইয়ার। অর্থাৎ কান থেকে জল বা রস নিঃসৃত হওয়া।

এই অসুখ অবহেলিত তার প্রমাণ মেলে এ রাজ্যের সরকারি, বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে রোগীদের দেখলে। এখানে ব্রেনের ইনফেকশেনের কারণে বা মেনেনজাইটিস বা এনসেফেলাইটিসের কারণে যে রোগীরা ভরতি হন তার অধিকাংশেরই কানের ইনফেকশন অবহেলার কারণে মস্তিষ্কের সংক্রমণ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক লক্ষণটাই কিন্তু কান থেকে রস বেরনো।

এটা কী অসুখ?
কানের ডিসচার্জ কোনও অসুখ নয়, ভিতরে কোনও অসুখের বহিঃপ্রকাশ। কানের নানাবিধ সমস্যায় এমন হয়। তাই এই সমস্যা হলে সেটা ছোটখাটো ভেবে এড়িয়ে গেলেই বিপদ।

কখন চিন্তার?
ইয়ার ডিসচার্জ হলে সাবধান হতে হবে। রস গাঢ়, পাতলা, জলের মতো, সবুজ অথবা পুঁজসমেত বা রক্তসমেত নিঃসৃত হতে পারে। কারও ক্ষেত্রে সেই ডিসচার্জ থেকে দুর্গন্ধও বেরতে পারে। এই লক্ষণগুলি দেখে আড়ালে কী সমস্যা আছে তা বোঝা সম্ভব হয়।
রস নিঃসৃত হলে তার সঙ্গে কানে ব্যথা, জ্বর আসছে কি না, মাথা ঘুরছে কি না, আগে কোনও অপারেশন কানে হয়েছে কি না, কানে কোনও আওয়াজ হচ্ছে কি না, কানে শুনতে সমস্যা হচ্ছে কি না সবই খেয়াল রাখতে হবে। এগুলির সঙ্গে কানের ভিতরের সমস্যা জড়িয়ে থাকে। তাই অ্যালার্মিং। অবহেলা করলে চলবে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় টেস্ট করে দেখতে হবে ঠিক কী হচ্ছে।

[আরও পড়ুন: কোন বয়সে, কত বার সেক্স? সুস্থ থাকার ফমূর্লা ফাঁস করলেন বিশেষজ্ঞরা ]

আড়ালে কী কী?
কানে কোনও সংক্রমণ হলে কান থেকে রস বেরতে পারে। যেমন কানের পর্দার বহির্ভাগে বা ইয়ার ক্যানেলে কোনও সমস্যা হলে। সাধারণত কানখুসকি বা কোনও কাঠি দিয়ে কানের ভিতর খোঁচাখুঁচি করলে তা থেকে সংক্রমণের প্রবণতা থাকে। কানে ব্যথা হয়, রস বের হয়।
কানে ব্যকটিরিয়াল ইনফেকশন হতে পারে। বা কানে জল ঢুকে গেলে (অনেক ক্ষেত্রেই পুকুরের নোংরা জল ঢুকলে) তা থেকেও ফাংগাল ইনফেকশন হয়ে এমন হয়। এতেও কানে ব্যথা হয়। কানের পর্দার ফুটো থাকলে তা থেকেও পর্দার ভিতরে ইনফেকশন ছড়িয়ে যায়। সেক্ষেত্রেও ডিসচার্জ হয়।

কিছু ক্ষেত্রে একধরনের ইনফেকশন কানে হয় যা ‘কোলেস্টিয়াটোমা’ নামে পরিচিত। এই রোগে ইনফেকশন পর্দার ভিতরে ঢুকতে থাকে এবং যাত্রাপথে যে অঙ্গগুলো থাকে তাকে নষ্ট করে দেয়। কানের সঙ্গে মস্তিষ্ক, বিভিন্ন নার্ভ, ব্রেনে রক্তসরবরাহকারী ধমনি যুক্ত থাকে। এই ধরনের ইনফেকশন প্রায়শই দেখা যায়। অবহেলায় প্রাণসংশয়ও হতে পারে।
কানের ভিতর ধমনিতেও একপ্রকার টিউমার হয় একে বলা হয় গ্লোমাস। এক্ষেত্রেও কান থেকে ডিসচার্জ হয়। প্রাথমিক স্তরেই এর চিকিৎসা না করলে টিউমার মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে যায়।


কানের ভিতরে ক্যানসারেও কান থেকে ডিসচার্জ হয়। এবং তার সঙ্গে আনুষঙ্গিক উপসর্গ যেমন ব্যথা, কমশোনা, মাথাঘোরা থাকতে পারে।অতএব কান থেকে রস বেরলে তা কোনওভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। এর উপযুক্ত চিকিৎসা জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন টেস্ট করে রোগ নির্ণয় হলে প্রয়োজন মাফিক ওষুধ বা সার্জারি করে সমস্যার সমাধান সম্ভব।
প্রয়োজনে ফোন করতে পারেন ৯৯০৩৩৬৪৫৬২ নম্বরে। 

[আরও পড়ুন: হাইপার টেনশনে ভুগছেন? সাবধান! হতে পারে মারাত্মক পরিণতি, কী বলছেন বিশেষজ্ঞ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement