সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভেসে উঠল পৃথিবী বিখ্যাত জাহাজের মেনু কার্ড! নিলামে ওঠা সেই খাদ্য তালিকায় স্যামন, বিফ, স্কোয়াব, ডাক, চিকেন, পার্সনিপ পিউরি… শেষ পাতে ভিক্টোরিয়া পুডিং! বলা বাহুল্য রাজকীয় খানা। তা তো হবেই। তৎকালীন বিশেষজ্ঞেরা বলেছিলেন, এ জাহাজ কোনও দিন ডুববে না। যদিও ব্রিটেনের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কগামী জাহাজটি প্রথম সফরেই বিপর্যয়ের মুখে পড়ে। দিনটি ছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। উত্তর অতলান্তিক মহাসাগরে এক প্রকাণ্ড হিমশৈলে ধাক্কা লেগে তলিয়ে যায় টাইটানিক। তথাপি বারবার ভেসে ওঠে টাইটানিকের ‘আত্মা’। এবার যেমন মেনুকার্ড উঠল নিলামে।
কালের নিয়মে সাদা মেনুকার্ডে রঙ চটে লালচে হয়েছে। তবে প্রথম শ্রেণির খাবারের নামগুলি পড়তে অসুবিধা নেই। কার্ডের ডান পাশে লেখা, এপ্রিল ১১, ১৯১২! উপরে একটি লাল পতাকা, তার মাঝে সাদা তারা। যা আসলে টাইটানিকের পতাকা। সেকালের বৃহত্তম জাহাজের অহঙ্কারের প্রতীক। যে অহঙ্কার চূর্ণ করে বিরাট হিমশৈল। আরএমএস টাইটানিক ডোবায় মৃত্যু হয়েছিল দেড় হাজার মানুষের। ঠিক যেমনটা দেখানো হয়েছিল জেমস ক্যামারন পরিচালিত, কেট উইন্সলেট ও লিওনার্দো দিক্যাপরিও অভিনীত ছবিতে। তথাপি যাঁরা লাইফবোটে জায়গা করতে পেরেছিলেন, তাঁরা বেঁচে গিয়েছিলেন। তেমনই কোনও যাত্রী টাইটানিক ছাড়ার আগে হয়তো একটি মেনু কার্ড স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলেন।
[আরও পড়ুন: গ্রামের অদূরে পাখিরালয়, দীপাবলিতে একটিও বাজি ফাটালেন না গ্রামবাসীরা!]
সেই মেনুকার্ড এবার নিলামে উঠল। জানা গিয়েছে, ১১১ বছর পুরনো সেই রঙচটা মেনুকার্ডের দাম উঠল দাম উঠেছে ৮৩ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৮৪.৫ লক্ষ টাকা। এইসঙ্গে নিলামে উঠেছে ডুবে যাওয়া জাহাজের এক যাত্রীর ঘড়ি, কম্বল এবং একটি পতাকা। তবে বিশেষজ্ঞদের দাবি, রাজকীয় খানার ওই মেনুকার্ড সবচেয়ে বেশি দামে বিক্রি হবে।