shono
Advertisement

উন্নয়নের জোরেই ২০২১-এও জিতবে তৃণমূল: কবীর সুমন

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুরস্কার পেয়ে আমি গর্বিত, কৃতজ্ঞ৷ পাশাপাশি অসাধারণ জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন৷” কেন তৃণমূলের এত ভাল ফল? প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কবীর সুমনের প্রতিক্রিয়া, “এত ভাল কাজ আগে কখনও হয়নি৷ কোনও পিতৃপুরুষ এত কাজ দেখেননি৷ এবার সরকার গড়ে আরও এত ভাল কাজ করবেন যে, আগামী ভোটেও মমতাই সরকার গড়বেন৷” The post উন্নয়নের জোরেই ২০২১-এও জিতবে তৃণমূল: কবীর সুমন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM May 26, 2016Updated: 12:30 PM May 26, 2016

স্টাফ রিপোর্টার: উন্নয়নমূলক কাজের নিরিখে আগামী বিধানসভা ভোটেও বিপুল ভোটে জিতে সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় সরকারের শপথের দু’দিন আগে এমনই ভবিষ্যদ্বাণী করলেন শিল্পী গায়ক কবীর সুমন৷ নিউটাউনের নজরুল তীর্থে বুধবারই নজরুল স্মৃতি পুরস্কারে সম্মানিত হন কবীর সুমন৷ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুরস্কার পেয়ে আমি গর্বিত, কৃতজ্ঞ৷ পাশাপাশি অসাধারণ জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন৷” কেন তৃণমূলের এত ভাল ফল? প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কবীর সুমনের প্রতিক্রিয়া, “এত ভাল কাজ আগে কখনও হয়নি৷ কোনও পিতৃপুরুষ এত কাজ দেখেননি৷ এবার সরকার গড়ে আরও এত ভাল কাজ করবেন যে, আগামী ভোটেও মমতাই সরকার গড়বেন৷”
নজরুল তীর্থের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমির সভাপতি কবি জয় গোস্বামী৷ বিভিন্ন স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় কৃতীদের৷ রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী৷ বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় মহাশ্বেতা দেবীর হাতে৷ এর পাশাপাশি আলাউদ্দিন খাঁ পুরস্কারে জলতরঙ্গ শিল্পী পণ্ডিত দুলাল রায়কে, জ্ঞানপ্রকাশ ঘোষ পুরস্কারে পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায়কে, দীনবন্ধু পুরস্কারে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়কে, শম্ভু মিত্র পুরস্কারে কৌশিক চট্টোপাধ্যায়, বীণা দাশগুপ্তা স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় তপন গঙ্গোপাধ্যায়কে৷
শিশু সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পেয়েছেন নারায়ণ দেবনাথ৷ জয় গোস্বামী তাঁর ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, “২০১১ সালে শপথের দু’-তিন সপ্তাহ পরই অ্যাকাডেমি তৈরি করেন মমতা৷ ২০১৪ সালে হয়েছে নজরুল তীর্থ৷ কাজী নজরুলের নামে বিশ্ববিদ্যালয় ও সেন্টারও হয়েছে৷” প্রতি জেলা ঘুরে সঙ্গীতের প্রশিক্ষণ, স্মারক বক্তৃতা, সংকলন প্রকাশ অ্যাকাডেমির উল্লেখযোগ্য কাজ৷ ওয়েবসাইটের আমুল বদলের কথাও উল্লেখ করেছেন কবি জয় গোস্বামী৷

Advertisement

The post উন্নয়নের জোরেই ২০২১-এও জিতবে তৃণমূল: কবীর সুমন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement