ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও অভ্রবরণ চট্টোপাধ্যায়: কালীঘাটে দীর্ঘ বৈঠকের পর চার পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল (TMC)। শিলিগুড়ির তালিকায় রয়েছে একাধিক চমক। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন গৌতব দেব (Gautam Deb)। অন্যদল ছেড়ে তৃণমূল পরিবারের সদস্য হয়েছিলেন যাঁরা, শিলিগুড়ি পুরনিগমের ভোটে টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে অনেকেই।
বৃহস্পতিবার বিকেলে দীর্ঘক্ষন কালীঘাটে মিটিং হয় তৃণমূলের। মিটিং শেষে বেরিয়ে কলকাতার মেয়র জানিয়েছিলেন, চারটি পুরনিগমেরই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। তৃণমূলের তালিকা অনুয়ায়ী, ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে লড়বেন গৌতম দেব। ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতমবাবু। গত পুরভোটে ১৭ নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি প্রার্থী হননি। এবার অন্য ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
[আরও পড়ুন: Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ, কলকাতায় একদিনে আক্রান্ত হাজারের বেশি]
২৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক শংকর ঘোষকে। স্বাভাবিকভাবেই ওই ওয়ার্ডে তৃণমূল কাকে প্রার্থী করে, সে দিকে নজর ছিল সকলের। ওই আসনে পুরনো সৈনিকেই আস্থা রেখেছে তৃণমূল। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে লড়বেন প্রতুল চক্রবর্তী। ৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ বামেদের প্রার্থী অশোক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে পড়বেন মহম্মদ আলম। এছাড়াও শিলিগুড়ি পুরনিগমের ভোটে তৃণমূলের হয়ে লড়বেন একাধিক পুরনো সৈনিক। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারও। তবে তালিকায় রয়েছে বহু নতুন মুখও। এদিন আরও তিন পুরনিগমের প্রার্থী তালিকাও প্রকাশ করেছে তৃণমূল।
উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) আগেই জানিয়েছিল, ২০২২ সালের মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে প্রস্তুত তারা। কোভিড (COVID-19) পরিস্থিতিতে ভোটারদের স্বাস্থ্যের কথা ভেবে ৬ থেকে ৮ দফায় ভোট করা হবে। সেই মতোই চলতি সপ্তাহে রাজ্যের চারটি পুরনিগমের ভোট দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি ওই চারটি পুরনিগমের ভোট।