সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তমলুকে এবার তৃণমূল এবং সিপিএমের তরুণ তুর্কির লড়াই। তাঁদের বিপরীতে বিজেপি প্রার্থী কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা। সম্পত্তির খতিয়ানও জমা দিয়েছেন সকলে। হিসাব বলছে, তমলুক লোকসভা কেন্দ্রে সম্পত্তির নিরিখে এগিয়ে রয়েছেন রাজনীতিতে সদ্য পা রাখা প্রাক্তন বিচারপতি।
তৃণমূলের সৈনিক দেবাংশু ভট্টাচার্য ইউটিউবার। গত অর্থবর্ষে তিনি আয় করেছেন ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। মনোনয়ন জমার সময় তাঁর হাতে মাত্র ৫৬ হাজার টাকা নগদ ছিল। বেশ কয়েকটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। বিনিয়োগও রয়েছে তাঁর। সবমিলিয়ে তার পরিমাণ ৮ লক্ষ ৩৫ হাজার ৭৬৪ টাকা। বন্ধুকে দেওয়া ঋণের পরিমাণ তাঁর বর্তমান সঞ্চয়ের চেয়ে বেশি। ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। কোনও জমি, বাড়ির মালিক নন দেবাংশু।
[আরও পড়ুন: তরুণের মগজে চিপ বসিয়েছে মাস্কের সংস্থা! সাফল্যের মাঝে হঠাৎই ‘অশনি সংকেত’]
সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী। গত অর্থবর্ষে ৪ লক্ষ ৭১ হাজার ১৩০ টাকা আয় করেছেন তিনি। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল ১০ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে ৯ লক্ষ ৮৮ হাজার ১১০ টাকা। দুটি গাড়ির মালিক সায়ন। যার বাজারদর ১১ লক্ষ ৮৪ হাজার ৯০১ টাকা। ২১ লক্ষ টাকার স্থাবর সম্পত্তির মালিক তিনি। অবশ্য রয়েছে ঋণ। কার লোন রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৭৮৫ টাকার। ঘরনি তমশ্রী দেবনাথের সম্পত্তির খতিয়ানও জমা দিয়েছেন সায়ন।
গত অর্থবর্ষে তাঁর আয় ৪ লক্ষ ২১ হাজার ১৬০ টাকা। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল নগদ ৩ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনিয়োগ মিলিয়ে ১৩ লক্ষ ৭৬ হাজার ২১ টাকার মালিক তিনি। তমশ্রী যে গাড়িটি ব্যবহার করেন তার বাজারদর ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। সায়ন এবং তমশ্রী বিয়ে হয়েছে সদ্যই। ২৩ লক্ষ টাকার গয়না রয়েছে তাঁর। বলে রাখা ভালো, তমলুক কেন্দ্রের দিকে এবার বিশেষ নজর রয়েছে সকলের। শেষ পর্যন্ত কোন দলের প্রার্থী শেষ হাসি হাসেন, সেটাই দেখার।