shono
Advertisement
Shason

পাহারা দিচ্ছে পুলিশ, চেয়ার-টেবিল পেতে টাকা বিলি শাসনে! ব্যাপারটা কী?

ভেড়িকেন্দ্রিক অর্থনীতির এই এলাকায় এভাবে টাকা বিলি দেখে চমকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
Published By: Sucheta SenguptaPosted: 09:36 PM Dec 29, 2024Updated: 09:36 PM Dec 29, 2024

অর্ণব দাস, বারাসত: পুলিশি প্ৰহরায় প্রকাশ্যে টেবিল-চেয়ার পেতে কোটি টাকা বিলি! লাইন দিয়ে সেই টাকা তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের হাত থেকে নিলেন গ্রামবাসীরা। রবিবার শীতের সকালে এমনই ঘটনা উত্তর ২৪ পরগনার শাসনের। এমন দৃশ্য দেখে অনেকে হতবাক হলেও আদতে ভেড়িতে মাছ চাষের জন্য জমির লিজের টাকা বন্টন হচ্ছিল সেখানে।

Advertisement

উত্তর ২৪ পরগনার বারাসত ২ নম্বর ব্লকের শাসনে কমবেশি ৩হাজার বিঘে জমির উপর ভেড়ি রয়েছে। শুধু শাসন নয়, সংলগ্ন এলাকায় অর্থনীতিও এই ভেড়ি কেন্দ্রিক। প্রতি বছর জানুয়ারি মাস থেকে ভেরিতে শুরু হয় বাগদা, গলদা চিংড়ি-সহ অন্যান্য মাছের চাষ। তাই বছর শেষের আগেই জমির লিজের টাকা দেওয়া নিয়ম। অভিযোগ, বাম জমানায় জোর করে ভেড়ি দখল অথবা নামমাত্র টাকা দিয়ে জমি লিজ নিয়ে মাছ চাষ করা হত। তৃণমূল জমানায় যাতে এই বদনাম না হয় সেই কারণেই লিজের টাকা জমির মালিককে বিগত ৫-৭ বছর ধরে প্রকাশ্যে দেওয়া শুরু করেছেন দাদপুর পঞ্চায়েতের উপ প্রধান দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাই। তাঁর প্রায় সাড়ে ৮৫০ বিঘা জমিতে ভেড়ি রয়েছে। সেই কারণেই তিনি রবিবার শাসনের পাকদহ জুনিয়র হাই স্কুল মাঠে উৎসবের আকারে জমির মালিকদের এক বছরের লিজের অর্ধেক টাকা তুলে দিলেন নগদে।

কেউ পেলেন ২ লক্ষ, কেউ ১ লক্ষ, কেউ আবার পেলেন ৫০ হাজার টাকা। এ বিষয়ে তৃণমূল নেতা তথা দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাই জানিয়েছেন, ''মাছ চাষের জন্য এদিন প্রকাশ্যে কমবেশি ৩ হাজার জমির মালিককে মোট এক কোটি টাকা তুলে দেওয়া হল। আমি ভেরি কমিটির দায়িত্বে আসার পর টাকা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এনেছি। জমির মালিকদের কাগজ দেখে সঠিক পরিমাণ টাকা তুলে দেওয়া হয়েছে।'' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement