সংবাদ প্রতিদিন ডিজি়টাল ডেস্ক: পাঁচ দফার ভোট শেষ হয়েছে। ১৯ মে শেষ দফা নির্বাচন হবে রাজ্যের ন’টি আসনে। ওই দিনই যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই তার আগে প্রচারে ব্যস্ত সব দল। একইভাবে প্রচার সারছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী।
[আরও পড়ুন: বাংলাদেশের মাটি দিয়ে হেঁটে ভোটাধিকার প্রয়োগ, আশায় বুক বাঁধছে এই গ্রাম]
ভোটের লড়াইয়ে জয় পাবে কে? কাকে বাদ দিয়ে কাকে বেছে নেবে মানুষ? তা নিয়ে এখন টানটান উত্তেজনা সাধারণ মানুষের মনে। বাড়ি হোক বা চায়ের ঠেক – সব জায়গাতেই সাধারণ মানুষের আলোচনা শীর্ষে লোকসভা নির্বাচন। আর মানুষের মন জিতে নিতে ব্যস্ত সব শিবির। তাই প্রচারে এক ইঞ্চি ফাঁক রাখতেও রাজি নন কেউই।
তাই প্রখর রোদকে উপেক্ষা করে দলের কর্মীদের নিয়ে মঙ্গলবার সকালে প্রচারে বেরোলেন যাদবপুরের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। এদিন হুডখোলা গাড়িতে করে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সন্তোষপুর এলাকায় প্রচারে বেরোন তিনি। টলিউড নায়িকাকে নিজেদের কাছের মানুষ হিসেবে দেখতে রাস্তায় ভিড় জমান সাধারণ মানুষজন। হুডখোলা গাড়ি থেকেই সকলের উদ্দেশে উন্নয়নের বার্তা পৌঁছে দেন তারকাপ্রার্থী। সকলের থেকে আর্শীবাদ চেয়ে নেন তিনি। মিমি বলেন, “দিদির উপর আস্থা রাখুন। দিদি সবসময় সকলের জন্য ভাবেন।” এর পাশাপাশি নিজেকে ‘তৃণমূলের সৈনিক’ বলে পরিচয় দেন তিনি।
[আরও পড়ুন: তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগ, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের]
অন্যান্য দিনের মতোই এদিনও মিমির ভোটপ্রচারে সব সময় পাশে ছিলেন দুঁদে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷ সেইসঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্তও। এর আগেও তারকা প্রার্থী মিমির সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, যাদবপুর লোকসভা আসন সব দলের প্রার্থীদের কাছেই প্রেস্টিজ ফাইট। কারণ, অন্য ঘরানা থেকে এই প্রথম রাজনীতির আঙিনায় মিমি।তাঁর উপর ভরসা রেখেই যাদবপুরের মতো গুরুত্বপূ্র্ণ আসনে তাঁকে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তাঁর প্রতিপক্ষরা পোড়খাওয়া রাজনীতিবিদ। অন্য আসন থেকে যাদবপুরের গড়ে বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ সংগঠনের শক্তি ক্ষয় হওয়া মাটিতেই লড়াই সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের৷ তাই ফলাফল নিয়ে কিছুটা চিন্তিত সকলেই। যদিও প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী মিমি।
দেখুন ভিডিও:
ছবি: পিন্টু প্রধান৷
The post ‘আমি তৃণমূলের সৈনিক মাত্র,দিদির উপর আস্থা রাখুন’, প্রচারে বার্তা মিমির appeared first on Sangbad Pratidin.