shono
Advertisement

প্রচার সভায় বলছেন মন্ত্রী, খোলা মঞ্চে নাক ডেকে ঘুমোচ্ছেন তৃণমূল প্রার্থী

মাইক বেঁধে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে চলছে কটাক্ষ৷ The post প্রচার সভায় বলছেন মন্ত্রী, খোলা মঞ্চে নাক ডেকে ঘুমোচ্ছেন তৃণমূল প্রার্থী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:56 PM Apr 22, 2018Updated: 02:57 PM Nov 01, 2018

সংগ্রাম সিংহরায়, কোচবিহার: নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক করতে পারেনি কমিশন৷ কিন্তু, তা কী? প্রচার তো আর বন্ধ রাখা যায় না৷ ফলে, ভোটের আগে দিনরাত এক করে চলছে প্রচার৷ সময় নষ্ট না করে ভোট প্রচারে মন দিয়েছেন কোচবিহার জেলা পরিষদের তৃণমূল প্রার্থী আবদুল জলিল আহমেদ৷ জোর কদমে চলছে সভা-মিটিং-মিছিলের কাজ৷ কার্যত নাওয়া-খাওয়া ভুলতে বসার অতিক্রম৷ বিশ্রাম তো দূরের কথা! তবে, দিনের শেষে একটু বিশ্রাম নিতে গিয়েই খোলা মঞ্চে চূড়ান্ত বিড়ম্বনায় পড়লেন তৃণমূল প্রার্থী৷

Advertisement

ভোটের ময়দানে এগিয়ে থাকতে প্রচার চলছে জোর কদমে৷ তেমনই একটি প্রচার সভাতে মন্ত্রী বক্তব্য রাখার সময়ে রীতিমতো ঘুমিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী। তার এই আচরণে রীতিমত হাস্যকর অবস্থার সৃষ্টি হল সভাজুড়ে৷ এদিন কোচবিহার ২নং ব্লকের একটি প্রচার সভায় ছিলেন ১৬ নম্বর জেলা পরিষদ প্রার্থী আবদুল জলিল আহমেদ, ১৩ নং জেলা পরিষদ আসনের প্রার্থী বরুণ দত্ত আর তাঁদের হয়ে চকচকা এলাকায় প্রচারসভায় বক্তব্য রাখছিলেন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সেই সময়ে পিছন থেকে নাক ডাকার শব্দ৷ প্রচারে বেরিয়ে ক্লান্ত তৃণমূল প্রার্থী জলিল সাহেব৷ রবিবাবু ঘটনা প্রসঙ্গে জানান, কয়েক দিন থেকে ওর শারীরিক অবস্থা ভাল নয়৷ অসুস্থ হয়েও প্রচার করছে৷ তাই হয়তো ক্লান্তির কারণে চোখ বুজে এসেছে৷ তবে জলিলবাবু তাঁর ঘুমের কারণে সভায় উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়েছেন৷

তবে, এই সুযোগ হাতছাড়া করেনি বিরোধী শিবির৷ মঞ্চে তৃণমূল প্রার্থীর নাক ডাকার প্রসঙ্গ তুলে বিরোধীদের তরফে চলছে প্রচার৷ মাইক বেঁধে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে চলছে কটাক্ষ৷ শাসক-বিরোধীর তরজার মাঝে জনগণের মধ্যেও তৈরি হয়েছে জল্পনা৷

The post প্রচার সভায় বলছেন মন্ত্রী, খোলা মঞ্চে নাক ডেকে ঘুমোচ্ছেন তৃণমূল প্রার্থী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement