shono
Advertisement

সোমবার বৈঠক জেলা তৃণমূলের কোর কমিটির, উঠবে সন্দেশখালি-বনগাঁ প্রসঙ্গ?

সোমবার জেলা তৃণমূলের কোর কমিটি বৈঠকে বসছে মধ্যমগ্রামের পার্টি অফিসে।
Posted: 09:40 PM Jan 07, 2024Updated: 09:42 PM Jan 07, 2024

অর্ণব দাস, বারাসত: গত দুদিন ধরে একাধিক ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জেলার বিস্তীর্ণ অংশ। সন্দেশখালি, বনগাঁয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা ও অশান্তির রেশ কাটেনি এখনও। রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইডির (ED) হাতে গ্রেপ্তার হয়েছেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য। ইডির তল্লাশির পর থেকে পলাতক সন্দেশখালির তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহান। যথেষ্ট আলোড়ন পড়েছে জেলার রাজনীতিতে। আর এসবের মাঝে জেলার তৃণমূল কোর কমিটি সোমবার বসছে বৈঠকে। যদিও এই বৈঠক পূর্বনির্ধারিত। তবে একাংশের ধারণা, সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল।

Advertisement

একে অর্জুন সিং-সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটেনি এখনও। দলের শীর্ষ নেতৃত্বের চেষ্টার পরও একে অপরের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। এর উপর গত দুদিন ধরে জেলায় ইডি তল্লাশি, গ্রেপ্তারি। সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ইডি আধিকারিকরা। মাথা ফাটে তাঁদের। কোনওক্রমে সরবেড়িয়া এলাকা থেকে পালিয়ে আসেন ইডি আধিকারিকরা। এসবের পর বনগাঁর (Bongaon) নেতা শংকর আঢ্যর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তারির পর নিয়ে যাওয়ার পথে ইডির গাড়িতে হামলা চলে। যদিও সেখানে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তায় বড় কোনও অশান্তি ঘটেনি।

[আরও পড়ুন: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট! ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিলেন ভারতীয় তারকারা]

এই পরিস্থিতিতে সোমবার জেলা তৃণমূলের কোর কমিটি বৈঠকে বসছে। মধ্যমগ্রামের পার্টি অফিসে বৈঠক হবে। কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ জানিয়েছেন, এই বৈঠক পূর্বনির্ধারিত ছিল। এসব ঘটনার পর বৈঠক, তা নয়। কোর কমিটির আরেক সদস্যের মতে, দলনেত্রীর নির্দেশ ১৫ দিন পর পর তাঁকে রিপোর্ট পাঠাতে হবে। সেই কারণেই এই বৈঠক ডাকা হয়েছে। অন্য কোনও কারণ নেই। বৈঠকে থাকবেন কোর কমিটির অন্যতম সদস্য তথা সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। ফলে শাহজাহান প্রসঙ্গ ওঠা স্বাভাবিক।

[আরও পড়ুন: মোদিকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ মালদ্বীপের মন্ত্রীর, সূচগ্র মেদিনি ছাড়লেন না সলমন! চড়ালেন সুর]

তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এই বৈঠকে শংকর আঢ্যর গ্রেপ্তারি এবং শাহজাহানের গা ঢাকা দেওয়া নিয়ে আলোচনা হবে। কারণ, দুটিই জেলা তৃণমূলের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকায় দায়িত্ব বদল হওয়ায় সবটা বুঝে নিতে ঘনঘন বৈঠকে  বসছে কোর কমিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার