সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুর (Dengue) সচেতনতার প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন মেয়র পারিষদ। কেন জল জমছে? প্রশ্নের জবাব না পেয়ে সপাটে চড় কষালেন যুবককে। যদিও নিজের ‘কীর্তি’ নিয়ে একফোঁটাও অনুশোচনা নেই তারক সিংয়ের। বরং তাঁর দাবি, “ডেঙ্গু মানুষের প্রাণ কাড়ছে। বারবার সচেতন করা সত্ত্বেও মানুষ শুনছে না। মেয়র পারিষদ নয়, মানুষ হিসেবে চড় মেরেছি।” সঙ্গে আরও সংযোজন, “মনে হলে যান আমার নামে মামলা করুন।”
কলকাতায় ডেঙ্গু লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরজুড়ে সচেতনতার প্রচারে নেমেছে কলকাতা পুরসভা। সেই সচেতনতার অঙ্গ হিসেবেই শনিবার সকালে বেহালার ১১৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন মেয়র পারিষদ তথা তৃণমূল কাউন্সিলর তারক সিং। সেখানেই একটি নির্মীয়মান বাড়িতে জল জমে থাকতে দেখেন তিনি।
[আরও পড়ুন: একমঞ্চে পওয়ার-মোদি! খাড়গের দ্বারস্থ উদ্বিগ্ন INDIA জোট]
স্থানীয় সূত্রে খবর, বাড়িটির নিরাপত্তরক্ষীকে ডেকে তারক সিং জানতে চান, কেন জল জমে রয়েছে? সদুত্তর দিতে পারেননি। তখনই যুবককে সপাটে চড় কষান তৃণমূল কাউন্সিলর। এনিয়ে অবশ্য় তাঁর কোনও আক্ষেপ নেই। বরং তিনি বলছেন, “ডেঙ্গু নিয়ে পুরসভা প্রচার চালাচ্ছে। তারপরেও কিছু মানুষের হুঁশ ফিরছে না। কত মানুষের প্রাণ যাচ্ছে। জল জমেছিল তাই জানতে চেয়েছি। মেয়র পারিষদ নয়, মানুষ হিসেবে চড় মেরেছি।” তিনি আরও বলেন, “মনে হলে যান আমার নামে মামলা করুন।”
[আরও পড়ুন: ‘এবার রাহুলের বিয়েটা দিন’, কৃষক মহিলার আরজিতে কী বললেন সোনিয়া?]
দলীয় কাউন্সিলরের এহেন আচরণ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “চড় মারাটা কোনও সাংবিধানিক উপায় নয়। তবে জল জমিয়ে রাখাটাও উচিত নয়। ডেঙ্গু সচেতনতায় বেরিয়ে মেয়র পারিষদের ধৈর্যচ্য়ুতি হয়েছিল হয়তো।”