-
- ফটো গ্যালারি
- Tmc leader abhishek banerjee visits dharmatala before 21 july shahid diwas
ভিন জেলা থেকে কর্মীদের সমাগম শুরু, শহিদ দিবসের শেষমুহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক
ঘুরে দেখলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে ধর্মতলার সভাস্থল।
Tap to expand
হাতে মাত্র আর ২৪ ঘণ্টা। তার আগে শহিদ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
এদিন প্রখমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসেন অভিষেক। সেখানে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার থেকে আসা দলীয় নেতা-কর্মীরা।
Tap to expand
ভিন জেলা থেকে আসা দলীয় নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়-সহ দলীয় নেতৃত্ব।
Tap to expand
বিকেলে ধর্মতলায় সভাস্থল পরিদর্শন করেন তৃণমূল সাংসদ। খতিয়ে দেখেন প্রস্তুতি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
মূল মঞ্চ অন্যান্যবারের তুলনায় অনেকটা বাড়ানো হয়েছে। মূল মঞ্চ লম্বায় ৮০ ফুট। চওড়ায় ৪৬ ফুট। মূল মঞ্চের সঙ্গে আরও দুটি মঞ্চ রয়েছে। প্রায় ৫০০ জনের বসার ব্যবস্থা হয়েছে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
মঞ্চের একেবারে সামনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে শীর্ষ নেতৃত্ব। পরের ধাপে সাংসদ, মন্ত্রী, বিধায়করা। পাশের লাগোয়া ছোট মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা বসবেন। অন্যদিকের মঞ্চ তারকা ও বিদ্বজ্জনেদের জন্য। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
ব্যবস্থাপনা ঘুরে দেখে যান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমরা।
Tap to expand
মঞ্চের প্রস্তুতি সারা। ধর্মতলার মঞ্চের ব্যবস্থা অভিষেকের পছন্দ হয়েছে। সমাবেশ ঐতিহাসিক চেহারা নিতে চলেছে বলে জানিয়েছেন তিনি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
একুশের সভায় ঐতিহাসিক জমায়েত করতে পাড়ায়-পাড়ায় চলছে প্রচার, মিছিল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
সভায় পাঁচটি জায়গায় বহুতলের ছাদ থেকে চলবে নজরদারি। সেই দায়িত্বেও থাকবেন ডিসি, এসি, এএসআই, ৬৫ জন সসস্ত্র বাহিনী পুলিশ, সাদা পোশাকের পুরুষ ও মহিলা পুলিশ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Published By: Paramita PaulPosted: 07:31 PM Jul 19, 2022Updated: 07:58 PM Jul 19, 2022
ঘুরে দেখলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে ধর্মতলার সভাস্থল।