shono
Advertisement
Asansol

তৃণমূল নেতার দাদাগিরি ! ব্যবসায়ীকে চড় মারার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ জামুরিয়ায়

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তৃণমূল নেতার কীর্তি!
Published By: Sayani SenPosted: 02:53 PM Dec 03, 2024Updated: 04:43 PM Dec 03, 2024

শেখর চন্দ্র, আসানসোল: তৃণমূল নেতার বিরুদ্ধে 'দাদাগিরি'র ঘটনা নিয়ে ছড়াল চাঞ্চল্য। এক ব্যবসায়ীকে সপাটে চড় মারার অভিযোগ উঠল জামুরিয়া ব্লক ২ তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আসানসোলের জামুরিয়ায় রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। 

Advertisement

জামুরিয়ার দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে মূল অভিযোগ, অকারণেই তিনি এক সবজি বিক্রেতাকে চড় মেরেছেন। তিনি নিজে অভিযোগ অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। এর পরই ঘটনার প্রতিবাদে এদিন সকালে বিক্ষোভে নামেন এলাকার ব্যবসায়ীরা। জামুরিয়ায় রাজ্য সড়ক অবরোধ করায় তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গেলে আক্রান্ত হয় পুলিশও।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এনিয়ে পুলিশের সঙ্গে বচসাও হয় ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা অতীতেও এমন কাজ করেছেন। এলাকায় রীতিমতো দাদাগিরি চলে তাঁর। প্রায়শই মারধরের ঘটনাতে নাম জড়ায় সিদ্ধার্থ রানার। তবে এবার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাঁর অত্যাচারের চিত্র। তাঁর পক্ষে এমন বড়সড় প্রমাণ থাকা সত্ত্বেও কোনও অভিযোগই মানতে চাইছেন না সিদ্ধার্থ রানা। যার জেরে মঙ্গলবার সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ।
  • ব্যবসায়ীকে সপাটে চড় মারার অভিযোগ উঠল জামুরিয়ার নেতা সিদ্ধার্থ রানার বিরুদ্ধে।
  • প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা।
Advertisement