shono
Advertisement

নন্দীগ্রামে তৃণমূলের শহিদ বেদী ভাঙচুর, কাঠগড়ায় বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা

অভিযোগ ওড়াল বিজেপি।
Posted: 03:41 PM Dec 31, 2022Updated: 03:44 PM Dec 31, 2022

চঞ্চল প্রধান, হলদিয়া: বর্ষশেষে ফের উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূলের শহিদ বেদী ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, শহিদ বেদীর পাশে লাগানো দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, সম্পূর্ণ মিথ্যে দাবি। শুক্রবার রাতের এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের দাবি, বলদের গুঁতোতেও ভাঙতে পারে শহিদ বেদি।

Advertisement

২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিতে নন্দীগ্রামে প্রাণ হারিয়েছিলেন জমি আন্দোলনকারীরা। তাঁদের সম্মানার্থে নন্দীগ্রামে শহিদ বেদী তৈরি করেছিল তৃণমূল (TMC)। প্রতিবার শহিদ দিবসে সেখানে মাল্যদান করত তৃণমূল নেতৃত্ব। শুক্রবার রাতে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকারী পাড়া-মাল পাড়া ২৬০ নম্বর বুথের সেই শহিদ বেদী ভাঙা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম।

[আরও পড়ুন: ভামিকাকে সঙ্গে নিয়ে দুবাইয়ে বছরের শেষ সূর্যোদয়ের সাক্ষী বিরাট-অনুষ্কা, দেখুন ছবি়]

তৃণমূলের স্থানীয় নেতা তথা নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য বর্গ জানান, শুক্রবার রাতে কেউ বা কারা নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকারী পাড়া-মাল পাড়া ২৬০ নম্বর বুথের সেই শহিদ বেদীতে ভাঙচুর চালিয়েছে। পিলার গুলি ভেঙে দেওয়া হয়েছে। শহিদ বেদীর পাশে থাকা দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূলের অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পালটা বিজেপির তমলুক সাংগাঠনিক জেলার সহ সভাপতির সাহেব দাস বলেন, “ভিত্তিহীন অভিযোগ। মিথ্যে দোষ দেওয়া হচ্ছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”

এদিকে এই ঘটনায় কোনও পক্ষের তরফেই পুলিশি অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ সূত্রে খবর, বলদ বা গরুর গুঁতোয় শহিদ বেদি ভাঙতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: পরিবারের অন্যদের পাশে সমাধিস্ত করা হবে পেলেকে, সাতদিনের শোক পালন AIFF-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার