সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতির সঙ্গে আদিবাসীদের গাত্রবর্ণ জড়িয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। তাঁর সেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রীও। আইনি নোটিসও দেওয়া হয়েছিল অখিল গিরিকে। সেই রেশ মিটতে না মিটতে ফের বিতর্কিত (Controversy) মন্তব্য করে বসলেন মেদিনীপুরের আরেক নেতা। কুড়মিদের আন্দোলনকে খলিস্তানিদের সঙ্গে তুলনা করে নয়া বিতর্কের জন্ম দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল (TMC) কো-অর্ডিনেটর অজিত মাইতি (Ajit Maiti)। তাঁর মন্তব্য, ”কয়েকজন স্বঘোষিত কুড়মি নেতা স্বঘোষিত খলিস্তানিদের মতো কুড়মি ভাইবোনেদের ভুল বোঝাচ্ছে।” এই মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ কুড়মি সমাজ।
শনিবার মেদিনীপুর শহরে তৃণমূলের সমাবেশ ছিল। হাজির ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো, জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি -সহ দলের বিশিষ্টরা। সেখানে বক্তব্য রাখতে গিয়েই অজিত মাইতি বলেন, ”আমাদের কুড়মি আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। ভাইবোনেরা ভুল বুঝবেন না। কিন্তু কয়েকজন স্বঘোষিত কুড়মি নেতা খলিস্তানিদের মতো কুড়মি ভাইবোনেদের ভুল বোঝাচ্ছে। এতে অবশ্য সিপিএম, বিজেপির উসকানিও থাকতে পারে। কুড়মিদের উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেদিন শালবনিতে যা হয়েছে, তা সম্পূর্ণ ভুল কারণে। এসটি সার্টিফিকেট কখনও মুখ্যমন্ত্রী দিতে পারেন না। তিনি এই দাবি জানার পর রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নিয়ে চিঠি লিখে দিল্লিতে পাঠিয়েছেন। এবার দিল্লি এসটি সার্টিফিকেট দিতে পারবে।”
[আরও পড়ুন: ৭-১৩ মে’র Horoscope: সুখবর পেতে পারেন এই রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে?]
উল্লেখ্য, তফসিলি উপজাতিভুক্ত (ST) হওয়ার দাবি তুলে বড়সড় আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ। মাস খানেক আগে পুরুলিয়া ও জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি রেল অবরোধও করেন সম্প্রদায়ের সদস্যরা। তাতে বহু ট্রেন আটকে পড়ে বিপর্যস্ত হয়েছিল রেল পরিষেবা। শেষমেশ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করেন। কিন্তু নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেন তাঁরা। তাঁদের সেই আন্দোলনকে খলিস্তানিদের সঙ্গে তুলনা করায় যথারীতি ব্যাপক চটেছেন কুড়মি সম্প্রদায়ভুক্ত সদস্যরা।