নন্দন দত্ত, সিউড়ি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে মামলা করে সংবাদ শিরোনামে এসেছিলেন বীরভূমের (Birbhum) আরেক দোর্দণ্ডপ্রতাপ নেতা শিবঠাকুর মণ্ডল। সেই মামলার জেরে অনুব্রতর দিল্লি যাত্রা কিছুটা পিছিয়ে যায়। সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রীকে এবারের পঞ্চায়েত ভোটে দাঁড় করিয়েছিল তৃণমূল (TMC)। তিনি জয়ীও হয়েছে। আর এবার বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে এবার শপথ নিলেন সেই লিপিকা মণ্ডল। দলের তরফে প্রধান হিসেবে তাঁর নামই প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার এমনই জানালেন দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে।

দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ টি আসনের মধ্যে ৭টি তৃণমূল, ১টি নির্দল ও ৬টি বিজেপি পেয়েছিল। পরে জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। তৃণমূল ৮টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং বোর্ড গঠন করে। বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান (Panchayat Chief) হিসেবে দলের তরফে নাম প্রস্তাব করা হয়েছে শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকার। সর্বসম্মতিক্রমে তিনি পঞ্চায়েত প্রধান হন। উপপ্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে সুনীল বাগদির। এদিন তিনিও শপথ নিয়েছেন বলে খবর।
[আরও পড়ুন: CPM থেকে আসা দিলীপ-সুকান্ত ঘনিষ্ঠ নেতারা কোণঠাসা, পূর্ব মেদিনীপুরে বিজেপি শুধু শুভেন্দুময়!]
২০১৩ সাল থেকে ১৮ পর্যন্ত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিবঠাকুর মণ্ডল। এবার তাঁর স্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হয়েছিল এবং এবার লিপিকা মণ্ডলই পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হলেন। এখানে তৃণমূল নির্বিঘ্নে বোর্ড (Panchayat Board) গঠন করবে।