সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোট মিটতেই উত্তপ্ত নদিয়ার চাপড়া। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় 'ভোট পরবর্ত্তী হিংসা'র বলি হলেন এক ব্যক্তি। তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছ, মৃত যুবকের নাম মোসলেম শেখ (৪৮)। তিনি চাপড়া (Chapra) থানা এলাকার হাটরা গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে দোয়েরবাজার মাঠের কাছে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: সারাদিন ভোটের ফলে নজর রাখছিলেন, সেই টিভির তারেই বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু যুবকের!]
আরও অভিযোগ, তিনি কোর্ট থেকে বাড়ি ফেরার সময় বাস থেকে নামতেই একদল দুষ্কৃতী তাঁকে গুলি করে পালায়। কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে ফলে খুন কিনা স্পষ্ট নয়। তদন্তে নেমেছে চাপড়া থানার পুলিশ।
স্থানীয় তৃণমূল নেতা জেবের আলি শেখ বলেন, " মৃত মোসলেম শেখ তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। বুধবার আমাদের একটা বিজয় মিছিল ছিল সেখানে খবর পাই মোসলেমকে গুলি করে খুন করা হয়েছে। কী কারণে খুন তা বলা মুশকিল। পুলিশ এলাকায় গিয়েছে। পরিবারের সঙ্গে এখনও আমাদের কথা হয়নি। তবে তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করবে। এটা মর্মান্তিক ঘটনা।"