shono
Advertisement

মর্মান্তিক! ব্রিগেড সভা শেষে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর

ব্রিগেডের সভা শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল বছর চৌষট্টির ওআতুয়াল মণ্ডলের।
Posted: 06:37 PM Mar 10, 2024Updated: 06:37 PM Mar 10, 2024

সৌরভ মাজি, বর্ধমান: ব্রিগেডের (Brigade) ঐতিহাসিক ‘জনগর্জন সভা’য় যোগ দিতে সুদূর বর্ধমান থেকে কলকাতায় এসেছিলেন দলের প্রবীণ কর্মী। কিন্তু ফেরা হল না তাঁর। সভা শেষে বাড়ি ফেরার পথে বাস ধরতে গিয়ে আচমকা অসুস্থ বোধ করেন বছর চৌষট্টির ওই সমর্থক। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় স্বভাবতই শোকের ছায়া পরিবারে। শোকপ্রকাশ করেছে জেলা তৃণমূল নেতৃত্বও।

Advertisement

পূর্ব বর্ধমানের (East Burdwan) রায়নার শালগাছা গ্রামে বাড়ি আতুয়াল মণ্ডলের। তিনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী। রবিবার দলের শীর্ষ নেতৃত্বের ডাকে সেখান থেকে ছুটে এসেছিলেন কলকাতায়, ব্রিগেড ময়দানে। এখান থেকেই রাজ্যের ৪২ টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়া আসন্ন নির্বাচনে বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক দিয়ে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ ৭ সাংসদ, টিকিট পেলেন না অর্জুনও]

ঘণ্টা দুয়েক ধরে চলা ব্রিগেডের সভা শেষে বাড়ি ফেরার পথে বাস ধরতে গিয়ে আচমকা অসুস্থ বোধ করেন আতুয়াল মণ্ডল। রায়না ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল জানাচ্ছেন, অসুস্থতা অনুভব করায় তিনি গাছতলায় বসে পড়েন। কিছুক্ষণ পর লুটিয়ে পড়েন ষাটোর্ধ্ব আতুয়াল। কয়েকজন তাঁকে তুলে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে।কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ পাঠানো হয় বর্ধমানের বাড়িতে। ব্রিগেডের সভায় এমন দুর্ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্বও শোকাহত।

[আরও পড়ুন: ভোট বড় বালাই! ভোলেবাবার ‘বিবাহ অভিযানে’ ‘রাজনীতি’ বিজেপি সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement