সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় হাঁটলেন তৃণমূল কর্মীরা। তাঁদের দেখে আবার হাতও নাড়েল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সংবাদ সংস্থা পিটিআই-এর ছবি ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা।
অসমের ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। ৩৭ নম্বর জাতীয় সড়ক ধরে এগনোর কথা ছিল ন্যায়যাত্রার। মাঝেই ছিল খানাপাড়া, গুয়াহাটি শহরে প্রবেশপথ। সেখানে সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বোরা এবং সাংসদ গৌরব গগৈ কংগ্রেস কর্মীদের শহরে ঢোকার ডাক দেন। সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। এর মধ্যেই দেখা যায় রাহুলের বাসের পাশে কয়েকজন তৃণমূল কর্মী দলীয় পতাকা হাতে ন্যায়যাত্রায় পা মেলাচ্ছেন। তাঁরা নিজে থেকে এসেছেন নাকি দলের তরফে তাঁদের পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁদের দেকে বাসের ভিতর থেকেই হাত নাড়ান রাহুলও।
[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট করেছে কংগ্রেস-তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। কিন্তু আসনরফা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। সূত্রের খবর, কংগ্রেস বাংলায় ১০টি আসনে লড়তে চাইছে। কিন্তু তৃণমূল তাদের জোটশরিককে দুটির বেশি আসন ছাড়তে রাজি নয়। এনিয়ে দুই দলের রাজ্য নেতৃত্বের মধ্যে টানাপোড়েন চলছে। একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়ে বলেছেন, অসমে নিজের আসন ধরে রাখতে ব্যর্থ কংগ্রেস। আবার বাংলায় আসন নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে তারা। আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বারবার একলা চলো নীতির পক্ষেও সওয়াল করেছেন। তৃণমূলের চেয়ে বামেদের হাত ধরতে আগ্রহী। যদিও বারবার দেখা গিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অধীরের অবস্থানকে পাত্তা দিতে রাজি নয়। প্রদেশ কংগ্রেস সভাপতির হাকডাক থেমে গিয়েছে দিল্লির নেতাদের সামনে। এদিন রাহুল গান্ধীর সাফ বার্তা, ওদের দলের কেউ কিছু বলে, “আসনরফা নিয়ে আলোচনা চলছে।” এর মধ্যেই রাহুলের কর্মসূচিতে দলীয় পতাকা নিয়ে যোগ দিলেন তৃণমূল কর্মীরা। যা নিসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।