shono
Advertisement

ভাঙন অব্যাহত, বিজেপিতে যোগ দিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিং

কৈলাস-মুকুলের উপস্থিতিতে নয়াদিল্লিতে যোগদান করলেন তিনি৷ The post ভাঙন অব্যাহত, বিজেপিতে যোগ দিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিং appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM Mar 14, 2019Updated: 05:32 PM Mar 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি৷ উত্তরীয় পরিয়ে তাঁকে নতুন দলে স্বাগত জানালেন  বিজেপির এরাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷

Advertisement

[বিমানযাত্রীদের জন্য সুখবর, বোয়িং ম্যাক্স আতঙ্কের পরও বাড়ছে না ভাড়া]

জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের এই দাপুটে নেতা৷ মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই অর্জুন সিংয়ের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জোর গুঞ্জন উঠেছিল৷ ওইদিন রাতেই অনুগামীদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার বিধায়ক। বারাকপুরে তৃণমূলের সংগঠন তৈরিতে তাঁর যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে, অনুগামীদের কাছে তা তুলে ধরেন অর্জুন সিং৷ দলের জন্য এত করেও, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী না করায়, কর্মীদের সামনেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

[দিল্লিতে পাকড়াও ভিন্দ্রানওয়ালের অনুগামী কুখ্যাত খলিস্তানি জঙ্গি]

তৃণমূল  সূত্রে খবর, বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে চরমে ওঠে দীনেশ-অর্জুন কোন্দল৷ জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের সেই ইচ্ছা প্রকাশও করেছিলেন তিনি৷ কিন্তু দলের সুপ্রিমো তাঁর এই ইচ্ছায় সায় দেননি৷ এবং কড়াভাবে জানিয়ে দিয়েছিলেন, দল যা ঠিক করে দেবে, সেটাই চূড়ান্ত হবে৷ তাই দল অর্জুন সিংকে প্রার্থী করা হয়নি৷ তৃণমূল নেতৃত্ব ওই কেন্দ্র থেকে ফের প্রার্থী করেছে বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই৷ আর দলের এই সিদ্ধান্তেই নাকি বেজায় চটে যান অর্জুন সিং৷ আগে থেকেই তাঁর কাছে বিজেপিতে যাওয়ার প্রস্তাব ছিল৷ এবার সেটাই তিনি লুফে নিলেন৷ এবং সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরেই বিজেপিতে নাম লেখালেন  ভাটপাড়ার দোর্দন্ডপ্রতাপ নেতা অর্জুন সিং৷

The post ভাঙন অব্যাহত, বিজেপিতে যোগ দিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement