shono
Advertisement

Saugata Roy: কামারহাটি পুরপ্রধানকে ‘ধমক’ সৌগতর, ‘ওঁরাই জিতিয়েছেন’, ধেয়ে এল মদন-বাণ!

সৌগতর 'ধমক' প্রসঙ্গে মুখ খুললেন মদন মিত্র।
Posted: 12:01 PM Nov 09, 2023Updated: 04:01 PM Nov 09, 2023

অর্ণব দাস, বারাকপুর: পুরনিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মাঝেই বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। কামারহাটি পুরসভায় কাজ ঠিকমতো কাজ হচ্ছে না বলেই দাবি তাঁর। বারবার ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়া পুরপ্রধান গোপাল সাহাকেও ধমক দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। “সৌগতদা একজন শিক্ষক তাই বকেছেন”, দাবি তাঁর।

Advertisement

সৌগত রায় বলেন, “গোপাল কামারহাটি পুরসভায় ঠিকমতো কাজ হচ্ছে না। মানুষ পরিষেবা পাচ্ছে না। পুরসভায় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তমাল দত্ত নামে। পুরসভা থেকে ময়লার গাড়ি বা অন্য কোনও সুবিধা চাওয়া হলে তমাল দত্তের অনুমতি নিতে হবে বলা হয়। এই তমাল দত্ত কোন এমন মহাপুরুষ? সে তো সাসপেন্ড হয়ে গিয়েছে!” এলাকার কাউন্সিলরদের বার্তা দেন সাংসদ। বলেন, “আমাদের মানুষ নির্বাচন করে এই পদে বসিয়েছে, মানুষের কাজ করার জন্য। তাই পুরপিতারা নিজেরা অন্যান্য আলোচনায় ব্যস্ত না থেকে পুর পরিষেবা মানুষ কী করে পেতে পারে, সেটা নিয়ে আলোচনা করুন।”

[আরও পড়ুন: ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে সহবাস ও আর্থিক প্রতারণা! সঙ্গীর বিরুদ্ধে থানায় সমকামী যুবক]

সৌগত রায়ের ‘ধমক’ প্রসঙ্গে মুখ খোলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর মতে, সৌগত রায় একজন অধ্যাপক। তাই শিক্ষকের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বকাঝকা করেছেন। তবে মদন মিত্র আরও বলেন, “সৌগতদা জানেন কর্মীদের ভোটেই জিতেছেন।” তবে সৌগত রায়ের এই মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরা। পুরনিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার মাঝে সৌগত রায়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ১ ঘণ্টার মধ্যেই ইডি দপ্তর ছাড়লেন অভিষেক, তদন্তকারীদের ‘৬ হাজার পাতার উত্তর’ সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার