shono
Advertisement

রাষ্ট্রসংঘের পর এবার ইউরোপে স্পিকারের সফরসঙ্গী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

সস্ত্রীক বিদেশ যাচ্ছেন উত্তর কলকাতার সাংসদ৷ The post রাষ্ট্রসংঘের পর এবার ইউরোপে স্পিকারের সফরসঙ্গী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Jun 08, 2018Updated: 05:33 PM Jun 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত বছর রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছিলেন তিনি৷ আর এবার ইউরোপ সফরে লোকসভা স্পিকারের সফরসঙ্গী হিসেবে ফের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই মনোনীত করলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বামীর সঙ্গে বিদেশ সফরে যাবেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও৷

Advertisement

[পুরুলিয়া কাণ্ডে জোর ধাক্কা বিজেপির, সিবিআই তদন্তের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

চলতি গ্রীষ্মেই ইউরোপ সফরে যাচ্ছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷ সূত্রের খবর, জার্মানি, বেলারুস ও অস্ট্রিয়ায় যাবেন তিনি৷ লোকসভার স্পিকার যখন সরকারি সফরে বিদেশ যান, তখন তাঁর সফরসঙ্গী হন বিভিন্ন দলের সাংসদরা৷ এটাই রীতি৷ বিভিন্ন দলের কাছে সাংসদদের নাম চেয়ে পাঠানো হয়৷ তৃণমূলের তরফে যাচ্ছেন উত্তর কলকাতা সাংসদ ও লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বিধায়ক পত্মী নয়না বন্দ্যোপাধ্যায়ও৷

এখন যাঁরা তৃণমূলের প্রথসারির নেতা, তাঁরা সকলেই একসময়ে কংগ্রেসে ছিলেন৷ ব্যতিক্রম নন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, তখন কংগ্রেস ছাড়েন সুদীপও৷ সেই থেকে তৃণমূলনেত্রীর সঙ্গেই রয়েছেন তিনি৷ ২০০৯ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷ গতবারও লোকসভা ভোটে জিতেছেন সুদীপ৷ লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ই৷ রোজভ্যালি কাণ্ডে অবশ্য নাম জড়িয়েছিল শাসক দলের এই হেভিওয়েট নেতারও৷ বেশ কয়েক মাস জেলেও ছিলেন তিনি৷ কিন্তু, রাষ্ট্রসংঘের পর এবার স্পিকারের সঙ্গে সেই সুদীপকেই ইউরোপ সফরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের অন্দরের খবর, রোজভ্যালি কাণ্ডে জেল ঘাটলেও তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুত্ব যে কমেনি, তা এই সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গেল৷

[অমিতের সাক্ষাতে মিলছে ফল, জোটে থাকারই ইঙ্গিত শিব সেনার]

The post রাষ্ট্রসংঘের পর এবার ইউরোপে স্পিকারের সফরসঙ্গী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার