সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দার নায়ক-নায়িকা মাত্রই স্বাস্থ্য সচেতন। পেশাগত স্বার্থেই শরীরে একফোঁটা মেদ জমানো নৈব নৈব চ। কেউ কেউ আবার স্বতঃস্ফূর্তভাবে শারীরিক ফিটনেসে বাড়তি নজর দিয়ে থাকেন। তার অন্যতম উদারণ টলিউডের নৃত্যশিল্পী তথা অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। কারণে-অকারণে দীর্ঘ পথ সাইকেল চালাতে তিনি ভালবাসেন। কখনও তো গোটা কলকাতা (Kolkata) শহরটাই ঘুরে ফেলেন সাইকেলে চড়ে। কিন্তু সেই সাইকেলই এবার তাঁর হেনস্তার কারণ হয়ে উঠল। রবিবার সকালে সাইকেল চড়ে ক্যাফেতে যাওয়ায় তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবলীনা।
ঘটনা ঠিক কী? রাসবিহারীর তৃণমূল বিধায়ক (TMC MLA), দীর্ঘদিনের রাজনীতিক দেবাশিস কুমারের (Debashish Kumar) মেয়ে দেবলীনার ফেসবুক পোস্ট থেকে যা জানা যাচ্ছে, তা যথেষ্ট অসংবেদনশীল। রবিবার সকালে দেবলীনা সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে বালিগঞ্জের (Ballygaunge) এক অভিজাত ক্যাফেতে পৌঁছে গিয়েছিলেন। ইচ্ছে ছিল, সেখানে প্রাতরাশ সারবেন। কিন্তু ক্যাফেতে ঢুকতে গিয়েই বিপত্তি। ক্যাফের পার্কিংয়ে তাঁকে সাইকেল রাখতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী নিরাপত্তারক্ষী দেবলীনাকে উপহাসও করেন।
ফেসবুক পোস্টে (Facebook post) তিনি লিখেছেন, ”আজ খুব সকালে বাইক নিয়ে ওদের দোকানে গিয়েছিলাম সাইকেল নিয়ে। কিন্তু তারা প্রবেশ অস্বীকার করেছে। আমার বাইকের দেখাশোনা করতে চায়নি সিকিউরিটিরা। আসলে তারা আমাকে তাদের চত্বরে পার্ক করতে দেয়নি, যদিও অনেক খোলা জায়গা ছিল। যখন আমাকে প্রবেশ না করা হয়েছিল তখন সিকিউরিটি গার্ড আমাকে দেখে হাসছিল এবং উপহাস করছিল। ওর নাম ছিল বাবলু পুরকাইত বা এমন কিছু। শহরের আবহাওয়ার জন্য সাইক্লিংকে জনপ্রিয় করার চেষ্টা করছি, ফিটনেস উদ্দেশ্য, যানজট কমানোর জন্য, অথবা শুধু মজার জন্যই হতে পারে। কিন্তু এই আচরণ খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক!”
[আরও পড়ুন: হিজাববিরোধীদের পাশে দাঁড়ানোর শাস্তি! ইরানে গ্রেপ্তার অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী]
যদিও দেবলীনা কুমারের পোস্ট দেখে ক্যাফের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এরপরই টনক নড়ে ক্যাফে (Cafe)কর্তৃপক্ষের। তাঁরা দেবলীনার কাছে ক্ষমা চেয়ে নেন। জানান যে এরপর থেকে সাইকেল রাখার জন্য ক্যাফের চত্বরে ব্যবস্থা করা হবে। তাও ফেসবুক পোস্টে জানিয়ে দেবলীনা সন্তোষ প্রকাশ করেছেন।