shono
Advertisement

ভাইরাল হল ডিটারজেন্টের রমজান স্পেশাল বিজ্ঞাপন

একটা বিজ্ঞাপনের মধ্যে দিয়েই বেশ কিছু শিক্ষা দিয়ে দিল সংস্থাটি৷ বৃদ্ধজনদের পাশে দাঁড়ানো যে আগামীদের কর্তব্য, তা যেমন একদিকে মনে করিয়ে দিল, তেমনই সকলের সঙ্গে সৎভাব রেখে চলারও পরামর্শ দিল বিজ্ঞাপনটি৷ The post ভাইরাল হল ডিটারজেন্টের রমজান স্পেশাল বিজ্ঞাপন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:51 PM Jun 11, 2016Updated: 03:50 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের সমস্ত কলুষতা, মলিনতা দূর করে পবিত্র হয়ে উঠতে টানা এক মাস রমজান পালন করেন মুসলমানরা৷ রমজান মানেই ঐক্য৷ রমজান মানে আমরা-ওরা নয়, সবাই ভাই-ভাই৷ এ মাসে যেন তাঁরা অন্তরের টানে বাঁধা থাকেন একে অন্যের সঙ্গে৷  এই রমজানকেই এবার বিজ্ঞাপনের থিম হিসেবে বেছে নিল এক ডিটার্জেন্ট প্রস্তুতকারী সংস্থা৷

Advertisement

একটা বিজ্ঞাপনের মধ্যে দিয়েই বেশ কিছু শিক্ষা দিয়ে দিল সংস্থাটি৷ বৃদ্ধদের পাশে দাঁড়ানো যে তরুণদের কর্তব্য, তা যেমন একদিকে মনে করিয়ে দিল, তেমনই সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলারও পরামর্শ দিল বিজ্ঞাপনটি৷ আর অন্যের সাহায্য করতে গিয়ে যদি জামাকাপড়ে দাগ লাগে তাহলে বলতেই হয়, “দাগ অচ্ছে হ্যায়৷”

বিজ্ঞাপনের শুরুতেই দেখা যাচ্ছে, মা তাঁর ছেলেকে পরিষ্কার সাদা কুর্তা পাজামা পরিয়ে বাইরে পাঠাচ্ছেন৷ ছেলে বাইরে বেরিয়ে অবশ্য সে জামা বেশিক্ষণ সাদা রাখতে পারল না৷ তবে ভাল কারণের জন্য৷ এক বৃদ্ধ দোকানিকে সাহায্যের জন্যই জামা নোংরা হয়ে যায় তার৷ কিন্তু মায়ের বকুনি? না, মা বকলেন না৷ ভাল কাজের জন্য মা-রা তো সন্তানকে কখনওই বকা দেন না৷ মন ছুঁয়ে যাওয়া ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ আপনিও ক্লিক করে দেখে নিন কেন এত জনপ্রিয় হয়ে উঠল এটি৷

The post ভাইরাল হল ডিটারজেন্টের রমজান স্পেশাল বিজ্ঞাপন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার