সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরতে যাওয়ার জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জুড়ি মেলা ভার৷ একদিকে যেমন পাহাড়ের কোলে মেঘেদের ভেসে যাওয়ার দৃশ্য চোখ এবং মন উভয়ের কাছেই একরাশ শান্তি নিয়ে আসে, অন্যদিকে ঘন সবুজ জঙ্গল তেমনই ভিড়ের থেকে হারিয়ে গিয়ে, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার আশ্বাস জোগায়৷
উত্তর-পূর্বাঞ্চলের পাসিঘাট অরুণাচলপ্রদেশের একটি অন্যতম গোছানো শহর৷ দেশের প্রথম ১০০ স্মার্ট সিটির মধ্যে একটি হল পাসিঘাট৷ কিন্তু দেশের আর পাঁচটা মেট্রোপলিটনের মতো এই শহরকে এখনও গ্রাস করতে পারেনি দূষণ৷ পূর্ব সিয়াং জেলার সদর দফতর এই পাসিঘাট অরুণাচলের প্রাচীনতম শহরগুলির একটি৷ এই শহরকে কেন্দ্র করেই চারপাশে গড়ে উঠেছে ছোট-বড় নানা ট্যুরিস্ট স্পট৷
পাসিঘাটের কয়েকটি বিখ্যাত পর্যটক কেন্দ্র হল:
ডেয়িং এরিং অভয়ারণ্য: পাসিঘাটের অন্যতম পর্যন্তন কেন্দ্র হল এই অভয়ারণ্য৷ সাইবেরিয়া, মঙ্গোলিয়া প্রভৃতি নানা দেশের পরিযায়ী পাখির ভিড় এই অঞ্চলের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়৷ পাশাপাশি, ঘন সবুজ জঙ্গল এবং বিরাট জলাধার এই অঞ্চলকে করে তোলে খুবই দৃষ্টিনন্দন৷ শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই অভয়ারণ্য পরিবেশের কোলে ছুটি কাটানোর আদর্শ স্থান৷
কেকার মনিং: পাসিঘাট গেলে ঐতিহাসিক কেকার মনিং ঘুরতে যাবেন না, এমন বোধহয় হতেই পারে না৷ রোটাং-এর কাছে এই পাহাড়ি অঞ্চল ১৯১১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে হওয়া এক ঘোরতর যুদ্ধের সাক্ষী৷ তাই ইতিহাস প্রেমী মানুষের কাছে এই স্থান অবশ্যই খুব গুরুত্বপূর্ণ৷
সিয়াং ও ব্রহ্মপুত্রে রিভার রাফটিং: আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, এবং প্রকৃতির বুকে উদ্দাম মুহূর্ত তৈরিতে বিশ্বাসী হন, তবে সিয়াং ও ব্রহ্মপুত্র নদে রিভার রাফটিং করতেই পারেন৷ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বেই অবস্থিত এই দুই জলাশয় এই ধরনের অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ৷
পানগিং: এই পানগিং হল উত্তর-পূর্বাঞ্চলের প্রয়াগ৷ সিয়াং এবং সিয়ম নদীর মিলনস্থল পানগিংয়ে দেখা যায় সবুজ জলের সৌন্দর্য৷ পাহাড়ি নদীর এই মিলনক্ষেত্র তাঁর অপূর্ব সৌন্দর্যের জন্য বরাবরই পর্যটকদের মন জয় করে নেয়৷
তবে আর ভাবছেন কী? এই পুজোর ছুটিতে পাসিঘাট যাচ্ছেন তো?
The post নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার আশ্বাস দেবে পাসিঘাট appeared first on Sangbad Pratidin.