shono
Advertisement

Breaking News

পর্যটকদের জন্য সেজে উঠছে অযোধ্যা পাহাড়ের ঢাল

মোট ৬৪ লক্ষ টাকায় এই দু’টি পর্যটন প্রকল্প তৈরি করবে প্রশাসন৷ The post পর্যটকদের জন্য সেজে উঠছে অযোধ্যা পাহাড়ের ঢাল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:03 PM Nov 18, 2016Updated: 05:33 PM Nov 18, 2016

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সৌন্দর্য-রানি অযোধ্যা পাহাড়ের পর্যটনের প্রসারে পাহাড়ি ঢাল বা উপত্যকাকেও ব্যবহার করলে চাইছে পুরুলিয়া জেলা প্রশাসন৷ তাই পাহাড়ি ঢাল বা উপত্যকাতে পর্যটন প্রকল্প হাতে নিয়েছে তারা৷

Advertisement

জঙ্গলমহল বলরামপুরের অযোধ্যা পাহাড় রেঞ্জের হেদেলবেড়া ও কুমারীকাননে এভাবে দু’টি পরিবেশ বান্ধব ট্যুরিস্ট স্পট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে৷ মোট ৬৪ লক্ষ টাকায় এই দু’টি পর্যটন প্রকল্প তৈরি করবে প্রশাসন৷ কুমারীকানন প্রকল্পের ৩৯ টাকার প্রকল্প রিপোর্ট ইতিমধ্যেই রাজ্য পর্যটন দফতরে পাঠিয়ে দিয়েছে তারা৷ হেদেলবেড়া পর্যটন প্রকল্পটি জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান থেকে নেওয়া হয়েছে৷ এই প্রকল্পে ১৫ লক্ষ টাকায় কটেজ ও ১০ লক্ষ টাকা ব্যয়ে পাহাড়ের গায়ে রেস্ট শেড বা বিশ্রামাগার তৈরি হবে৷ পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “অযোধ্যা হিলটপ ছাড়াও তার আশপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগাতেই এই দু’টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷”

যে দু’টি পাহাড়ি উপত্যকায় এই পর্যটন প্রকল্প গড়ছে প্রশাসন, অতীতে ওই এলাকা মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল৷ ফলে ওই এলাকায় অপরূপ পাহাড়ি সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে পা রাখতেন না পর্যটকরা৷ বলরামপুরের বিডিও পৌষালি চক্রবর্তী বলেন, “এখানকার কটেজগুলি একটু আলাদারকম হবে৷ মাটি ও বাঁশ দিয়ে তৈরি করার পরিকল্পনা রয়েছে৷” কুমারীকানন প্রকল্পটিতে পর্যটন দফতর সিলমোহর দেওয়া সময়ের অপেক্ষা৷ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ বা সিএডিসি-র কুমারীকানন ফার্মের ভিতর যে তিনতলা গোল ঘর রয়েছে তাকে ঘিরে কটেজ তৈরি হবে৷ হেদেলবেড়া প্রকল্পে উসুলজুরি যাওয়ার পথে ডানদিকে পাহাড়ি ঢালে কটেজগুলি তৈরি করবে প্রশাসন৷ দু’টি রেস্ট হাউস হবে খুনটাঁড় ও হেদেলবেড়ার মাঝখানে৷

The post পর্যটকদের জন্য সেজে উঠছে অযোধ্যা পাহাড়ের ঢাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement