রাজ কুমার, আলিপুরদুয়ার: সাইকেল চালিয়ে ডুয়ার্সের সবুজ দর্শনের অনন্য সুযোগ চলে এল পর্যটকদের হাতে। স্বনির্ভর গোষ্ঠীর থেকে নামমাত্র মূল্যে এই সাইকেল ভাড়া নিলেই হবে। সাইকেল চালিয়ে ডুয়ার্সের সবুজ উপভোগ করার এই প্রকল্পটির নাম ‘ডুয়ার্স দর্শন’। সৌজন্যে আলিপুরদুয়ার (Alipurduar) জেলা প্রশাসন।
রবিবার থেকে এই পর্যটন চালু করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এই উপলক্ষে এদিন দমনপুর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাইকেল চালান আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশি, বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক পারভিন কাশোয়ান-সহ অন্যান্যরা। এই উপলক্ষে এদিন রাজাভাতখাওয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীকে ৫টি অত্যাধুনিক নতুন সাইকেল বিলি করে প্রশাসন। এবার থেকে রাজাভাতখাওয়ায় পর্যটকরা এলে এই সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে পারবেন। এর জন্য সামান্য ফি নেবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এর ফলে বনবস্তির মানুষের কাছে আয়ের নতুন দিশা খুলে যাবে বলে মনে করছে প্রশাসন।
[আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, হাই কোর্টে বিকাশরঞ্জন-সহ একাধিক আইনজীবী]
আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা বলেন, “ডুয়ার্স দর্শন একটা ব্র্যান্ড নেম। আমরা এরপর সাইকেলের জন্য আরও রুট খুলে দেব। শুধু সাইকেলে নয় বাসেও এই ডুয়ার্স দর্শন চালু করা হবে। তাতে ডুয়ার্সের শিক্ষা, সংস্কৃতি, দর্শনীয় স্থান-সহ সব যুক্ত করা হবে।” উল্লেখ্য, আলিপুরদুয়ার মুলত চা বাগান, বনাঞ্চল ও পাহাড়ি নদী ঘেরা সুন্দর জেলা। এই জেলা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হলেও এখানকার লোকেদের দারিদ্র্য ঘোচানেই এখন প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। তাই এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান প্রশাসনের অন্যতম লক্ষ্য।