shono
Advertisement

খারাপ আবহাওয়া ডেকে আনল বিপর্যয়, তুরস্কে রেল দুর্ঘটনায় মৃত ১০

বৃষ্টিতে রেল লাইনের নিচে ধস, লাইনচ্যুত ৬টি বগি৷ The post খারাপ আবহাওয়া ডেকে আনল বিপর্যয়, তুরস্কে রেল দুর্ঘটনায় মৃত ১০ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:49 AM Jul 09, 2018Updated: 10:19 AM Jul 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সপ্তাহান্তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তুরস্কে৷ ইস্তানবুল যাওয়ার পথে লাইনচ্যুত ট্রেনের ছ’টি বগি৷ ১০ জনের মৃত্যু, আহত ৭৩৷

Advertisement

গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনা৷ দেশের রেল ব্যবস্থা ঢেলে সাজিয়েছে তুরস্ক সরকার৷ এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য চালু হয়েছে দ্রুতগতির রেল পরিষেবা৷ সাধারণভাবে প্নেন বা বাসে সফর করতে পছন্দ করেন তুর্কিরা৷ তবে ইদানিং উন্নত পরিষেবার কারণে যাত্রী বেড়েছে রেলেও৷ কিন্তু, খারাপ আবহাওয়াই ডেকে আনল বিপর্যয়৷  রবিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কামাল আতার্তুকের দেশে৷ প্রাণ গেল ১০ জনের৷ আহত কমপক্ষে ৭৩৷

[গুহার অন্ধকার থেকে জীবনের আলোয়, একে একে উদ্ধার হচ্ছে খুদে ফুটবলাররা]

রবিবার গ্রিস ও বুলগেরিয়ার সীমান্ত লাগোয়া ইডির্নে এলাকা থেকে রাজধানী ইস্তানুবলের দিকে যাচ্ছিল একটি ট্রেন৷ ট্রেনে সাড়ে তিনশোর উপর যাত্রী ছিলেন৷ মাঝপথে লাইনচ্যুত হয়ে যায় ছ’টি বগি৷ গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে তুরস্কে৷ রেলকর্তাদের অনুমান, প্রবল বৃষ্টিতে রেললাইনের আশেপাশে মাটি আলগা হয়ে গিয়েছিল৷ ফলে রেললাইনে নিচে ধস নামে৷ লাইন বসে যায়৷ তার জেরে লাইনচ্যুত হয়েছে ট্রেনের কামরাগুলি৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত কমপক্ষে ৭৩৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট৷ জানা গিয়েছে, যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি তুরস্কের সবচেয়ে কম গতির ট্রেন৷

বছর দশেক আগেও একবার রেললাইন ত্রুটির কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছিল তুরস্কে৷ প্রাণ গিয়েছিল ১০ জনের৷  তবে সেদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল ২০০৪ সালে৷ সাকারিয়া প্রদেশে লাইনচ্যুত হয়ে গিয়েছিল উচ্চগতিসম্পন্ন একটি ট্রেন৷ মারা গিয়েছিলেন ৪১ জন৷ আহত হন ৮০ জন৷

 

[অকেজো শরীর, তবু সুরের জাদুতে মার্কিন মুলুকে ঝড় তুলেছে এই প্রবাসী কিশোর]

The post খারাপ আবহাওয়া ডেকে আনল বিপর্যয়, তুরস্কে রেল দুর্ঘটনায় মৃত ১০ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement