shono
Advertisement
Bagdogra

বাগডোগরা-গ্যাংটক রুটে কমল হেলিকপ্টারের ভাড়া, পর্যটন মরশুমে কত মূল্য দিতে হবে?

লাগেজ বহনের নিয়মেও বদল আনা হল।
Published By: Suhrid DasPosted: 08:25 PM Nov 28, 2025Updated: 08:25 PM Nov 28, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: আশা ছিল শিলিগুড়ি থেকে আকাশপথে গ্যাংটকে যাতায়াতের ব্যবস্থা হলে পর্যটকদের ব্যাপক সাড়া মিলবে। কিন্তু হয়েছে উলটো। বাড়তি ভাড়ার জন্য অনেক কসরত করে চালু করা হেলিকপ্টার পরিষেবাই মুখ থুবড়ে পড়েছিল। এবার যাত্রী টানার জন্য কমানো হল কপ্টারের ভাড়া। পর্যটনের মরশুমে এবার পর্যটকরা কপ্টারে সিকিমে যাতায়াত করবেন। আকাশপথে সিকিমের সৌন্দর্য উপভোগ করবেন পর্যটকরা। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

হেলিকপ্টারের ভাড়া কমিয়ে পরিষেবা সচল করতে সচেষ্ট সিকিম টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক করা হয়। বাগডোগরা-গ্যাংটক রুটে হেলিকপ্টারে মাথাপিছু ভাড়া নির্ধারিত হয়েছিল সাড়ে চারহাজার টাকা। সেই ভাড়া কমিয়ে হল ৩,১০০ টাকা। শুধু তাই নয়, ভাড়া বদলের পাশাপাশি লাগেজ বহনের নিয়মেও বদল আনা হল। যাত্রীরা এখন থেকে হেলিকপ্টারে বিনামূল্যে ৭ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন। ৮ কেজি থেকে ১৫ কেজির মধ্যে অতিরিক্ত লাগেজের জন্য ৫০ টাকা এবং ১৫ কেজির বেশি ওজনের জন্য ৫০০ টাকা দিতে হবে। তবে জয় রাইড এবং চার্টার্ড ফ্লাইটের জন্য ভাড়া অপরিবর্তিত থাকবে।

মেডিক্যাল হেলিকপ্টারের ভাড়া ৭৭,৫০০ টাকা ঠিক হয়েছে। সিকিম টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঘোষণায় খুশি টুর অপারেটর মহল। পশ্চিমবঙ্গ রাজ্য ইকো টুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, "এটা খুবই ভালো সিদ্ধান্ত। ভাড়া বেশি হওয়ায় এত দিন বেশিরভাগ পর্যটক হেলিকপ্টার পরিষেবা এড়িয়ে সড়কপথে যাতায়াত করেছেন। ওই সমস্যা থাকছে না। সময়ও বাঁচবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আশা ছিল শিলিগুড়ি থেকে আকাশপথে গ্যাংটকে যাতায়াতের ব্যবস্থা হলে পর্যটকদের ব্যাপক সাড়া মিলবে।
  • কিন্তু হয়েছে উল্টো। বাড়তি ভাড়ার জন্য অনেক কসরত করে চালু করা হেলিকপ্টার পরিষেবাই মুখ থুবড়ে পড়েছিল।
  • এবার যাত্রী টানার জন্য কমানো হল কপ্টারের ভাড়া।
Advertisement