সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোলো ট্রাভেল নিঃসন্দেহে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে কিছু গন্তব্য রয়েছে, যেখানে একা যাওয়া বারণ! না, কেউই বারণ করবে না আপনাকে। একা আপনি যেতেই পারেন। কিন্তু প্রাকৃতিক দৃশ্য হোক, কিংবা হোটেলের বিশেষ আয়োজন, বিশেষ মুহূর্ত—সুন্দর স্থানে কাটানোর জন্য আপনার কাছের পছন্দের মানুষটিকে দরকার। নাহলে আপসোস করবেন। সঙ্গী থাকলে কী ভালোটাই না হত? একান্ত যাপনের জন্য সঙ্গীকে নিয়ে চলে যান সোজা বিদেশ। কিন্তু যাবেন কোথায়? যেতে পারেন কিয়োটো, ভ্যানিস। লিস্টে রাখতে পারেন আর কোন জায়গা? দেখে নিন।
বোরা বোরা, ফ্রেঞ্চ পলিনেশিয়া: বোরা বোরা হল পৃথিবীর স্বর্গ। এটি যুগলদের জন্য তৈরি। এর প্রধান আকর্ষণ হল প্রাইভেট ওভারওয়াটার ভিলা। আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এখানে ক্রিস্টাল-স্বচ্ছ জলে সাঁতার কাটতে পারেন। এমনকী নির্জন সৈকতে ক্যান্ডেললাইট ডিনার উপভোগ করতে পারেন। এই দ্বীপের রোমান্টিক পরিবেশ সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য আদর্শ।
ভেনিস, ইতালি: ভেনিস হল প্রেমের শহর। শহরের আঁকাবাঁকা জলপথ ধরে গন্ডোলায় চড়ে সঙ্গীকে নিয়ে ভ্রমণ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। মনোরম সেতুর নিচে, একলা গলিতে একসাথে হেঁটে বেড়ানো যায় ঘন্টার পর ঘন্টা। এখানকার ঐতিহাসিক স্থাপত্য এবং মোমবাতির মায়াবী আলোয় রাতের ডিনার আপনার মুহূর্তগুলোকে চিরস্মরণীয় করে তুলবে। এই শহরটি যুগলদের জন্য নতুন স্বপ্ন উপহার দেয়।
