সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ট্রাভিস হেড (Travis Head)। সেই অজি তারকা তাঁর দুর্ধর্ষ ফর্ম বজায় রেখেছেন আইপিএলেও। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৩৯ বলে এদিন শতরান করেন হেড। আইপিএলের ইতিহাসে এটাই চতুর্থ দ্রুততম শতরান। ক্রিস গেইল, ইউসুফ পাঠান ও ডেভিড মিলারের পরেই হেড। আইপিএলে হেডের এটাই প্রথম শতরান। শতরানের পরে বেশিক্ষণ টিকতে পারেননি হেড। ১০২ রানে ডাগ আউটে ফেরেন তিনি। তাঁর ইনিংসে সাজানো ছিল ৯টি চার ও আটটি ছক্কা।
টস জিতে সোমবার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন হেড ও অভিষেক শর্মা। দলের রান যখন ১০৮, তখন অভিষেক শর্মা ফেরেন। পার্টনারশিপের সিংহভাগ রানই করেন হেড। শুরু থেকেই আরসিবি বোলারদের শাসন করতে থাকেন অজি তারকা। উদ্দেশ্য পরিষ্কার স্কোরবোর্ডে বিশাল রান তুলে আরসিবিকে প্রবল চাপে ফেলে দেওয়া। সেই উদ্দেশে দারুণ সফল হেড। অভিষেক ফিরে গেলে ক্লাসেনের সঙ্গে ফের পার্টনারশিপ গড়েন হেড। সানরাইজার্সের রান যখন ১৬৫, তখন ফেরেন হেড।
উল্লেখ্য, এই সানরাইজার্স হায়দরাবাদ হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছিল। ২৭৭ রান করেছিল তারা। ট্রাভিস হেড সেই ম্যাচে ২৪ বলে ৬২ রান করেছিলেন। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের সবক শিখিয়ে সেঞ্চুরি হাঁকালেন।