shono
Advertisement

পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের চোখে লঙ্কা গুঁড়ো, তাণ্ডব বিজেপি কর্মীদের

তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর। The post পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের চোখে লঙ্কা গুঁড়ো, তাণ্ডব বিজেপি কর্মীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:31 PM May 30, 2019Updated: 12:31 PM May 30, 2019

টিটুন মল্লিক, বাঁকুড়া: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত৷ বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন শাসকদলের কর্মীরা৷ বাঁকুড়ার বড়জোড়ায় বুধবার রাতে আক্রান্ত হলেন তৃণমূল কর্মীরা, ভাঙচুর করা হল দলীয় কার্যালয়৷

Advertisement

[আরও পড়ুন: গ্যারেজ থেকে উদ্ধার যুগলের অর্ধনগ্ন দেহ, বাড়ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব]

বুধবার রাত প্রায় ১০টা৷ বড়জোড়ার চাঁদাই গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে সেখানে উপস্থিত সদস্যদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় একদল দুষ্কৃতী৷ মারধরে করে, কার্যালয়টি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ আহত হন বেশ কয়েকজন৷ একজনের মাথা ফেটে গিয়েছে৷ আরেকজনের চোখ গুরুতর জখম৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভরতি করা হয়৷ এমনকী পার্টি অফিসের সামনে থাকা মোটরবাইকগুলিতেও হামলা চলে৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাইকগুলি৷ হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলোক মুখোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপির কর্মী, সমর্থকরা তৃণমূলের উপর হামলা চালাচ্ছে৷ ঘটনার পর থেকে কার্যত আতঙ্কে তৃণমূল কর্মীরা৷

বাঁকুড়া কেন্দ্র থেকে এবারের লোকসভায় তৃণমূলের হেভিয়েট প্রার্থী অপরাজেয় সুব্রত মুখোপাধ্যায়কে ধরাশায়ী করে জয়ী হয়েছেন স্থানীয় জনপ্রিয় নেতা ডাঃ সুভাষ সরকার৷ ব্যক্তিগতভাবে এলাকায় তিনি সুপরিচিত জনপ্রিয় চিকিৎসক হিসেবে৷ জনগণের পাশে তিনি রয়েছেন আগাগোড়া৷ তাই এমন এক মানুষের জয়ে উচ্ছ্বসিতই বাঁকুড়াবাসী৷ তবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে  জয়োল্লাসে মেতে উঠতে গিয়ে দলের কর্মী, সমর্থকরা লাগামছাড়া হয়ে পড়ছেন৷ এলাকায় এলাকায় শাসকদলের কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটছে৷ আর তাতেই কার্যত দিশেহারা অবস্থা তৃণমূলের নিচুস্তরের কর্মী, সমর্থকরা৷ বড়জোড়ার ব্লক সভাপতি অলোক মুখোপাধ্যায়ের দাবি, এভাবে হামলা চালিয়ে শাসকদলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু ঘাসফুল শিবির তাতে ভীত নয়৷ পালটা প্রতিরোধ হবেই৷   

[আরও পড়ুন: তৃণমূলের ‘বেনোজল’ বিজেপিতে, অসন্তোষ বাড়ছে বঙ্গের গেরুয়া শিবিরেই]

The post পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের চোখে লঙ্কা গুঁড়ো, তাণ্ডব বিজেপি কর্মীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement